টেন্ডুলকারকে টপকে নতুন চূড়ায় কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2017 05:24 PM BdST Updated: 30 Oct 2017 05:25 PM BdST
দিন দশেক আগেই হারিয়েছিলেন শীর্ষস্থান। দ্রুতই সেটি শুধু পুনরুদ্ধারই করলেন না, বিরাট কোহলি নিজেকে তুলে নিলেন নতুন এক চূড়ায়।
আবার উঠেছেন আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে। অর্জন করেছেন ভারতের ইতিহাসের সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট!
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলার পর কোহলিকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন এবি ডি ভিলিয়ার্স। নিউ জিল্যান্ড সিরিজে অসাধারণ পারফরম্যান্সে ডি ভিলিয়ার্সকে টপকে গেছেন কোহলি।
কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯। ভারতের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড আগে যৌথভাবে ছিল শচিন টেন্ডুলকার ও কোহলির। ১৯৯৮ সালে ৯ সেঞ্চুরিতে ১ হাজার ৮৯৪ রান করেছিলেন টেন্ডুলকার। সেবার তার রেটিং পয়েন্ট হয়েছিল ৮৮৭।
এই বছরের শুরুর দিকে টেন্ডুলকারের সেই রেটিং পয়েন্ট স্পর্শ করেন কোহলি। নিউ জিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে গেলেন ছাড়িয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন কোহলি। এ বছর ৬ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৪৬০। অধিনায়ক হিসেবে এটি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের রেকর্ড।
ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে ১৪৭ রানের ইনিংস খেলা রোহিত শর্মাও। তার রেটিং পয়েন্ট ৭৯৯। তবে আছেন আগের মত সপ্তম স্থানেই।
তেমনি আগের অবস্থানে থাকলেও ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাবর আজম ও কুইন্টন ডি ককও। চারে থাকা বাবরের রেটিং পয়েন্ট ৮৪৬, পাঁচে থাকা ডি ককের ৮০৮।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আটে উঠেছেন ফাফ দু প্লেসি, দুই ধাপ পিছিয়ে দশে নেমেছেন কেন উইলিয়ামসন।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে জেতানো তিন উইকেটসহ সিরিজে ছয়টি উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
বুমরাহর রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৭১৯। আগেই শীর্ষে ওঠা হাসান আলি নিজের অবস্থান সংহত করেছেন ক্যারিয়ার সেরা ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে উনিশে নেমেছেন মুশফিকুর রহিম, বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বিশে সাকিব আল হাসান।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মোহাম্মদ হাফিজ ধরে রেখেছেন শীর্ষস্থান। ৬ রেটিং পয়েন্ট পেছনে থেকে দুইয়ে সাকিব।
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন