দুইশ রান তাড়ার ‘মানসিকতা নেই’ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক, পচেফস্ট্রুম থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2017 11:58 PM BdST Updated: 30 Oct 2017 12:15 AM BdST
-
ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার ২২৪ রান তাড়ায় বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি, নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে তাদের। ম্যাচ শেষে সাকিব আল হাসান জানান, অত বড় লক্ষ্য তাড়ার মানসিকতা গড়ে উঠেনি বলেই তাদের এমন ব্যাটিং।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪১ রানে গুটিয়ে গিয়ে ৮৩ রানের হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে বাংলাদেশ। যথারীতি আরও একটি ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ব্যর্থ অতিথিরা।
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৭৮/৩। সাকিব মনে করেন, ফিল্ডিং ভালো হলে তাদের সে সময় আরও কম রানে রাখা যেত।
“প্রথম দশ ওভারেও আমরা ৮/১০ রান বেশি দিয়েছি। ফিল্ডিংয়ের কারণে। দশ ওভারে ওদের ৩ উইকেটে ৬০/৭০ রান থাকার কথা ছিল। ওরা খুব ভালো ব্যাটিং করলেও সেখান থেকে ১৭০/১৮০ রানে থামানো যেত।”
শেষ দিকে বোলিং একদমই ভালো হয়নি বাংলাদেশের। নিজের জোনে প্রচুর বল পেয়েছেন ডেভিড মিলার। শেষ ১০ ওভারে স্বাগতিকরা তুলে ১৪৬ রান। সাকিব মনে করেন, এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।
“আমরা এত বেশি রান দিয়ে ফেলেছি তখন সেখান থেকে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য খুবই কঠিন ছিল। আমাদের মানসিকতাও ওইভাবে এত শক্ত না যে, আমরা ২০০ বা ২২০ তাড়া করে জিততে পারব। এই মানসিকতা আমাদের এখনো তৈরি হয়নি।”
“আমরা এখনো ওইখানেই আছি যে, ১৬০ কিংবা ১৭০ বা সর্বোচ্চ ১৮০ হয়তো আমরা তাড়া করে জিততে পারব। এর ওপরে গেলে আমাদের পক্ষে আসলে ওই মানসিকতা আছে কিনা আমার সন্দেহ।”
-
এবার আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’
-
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
-
ম্যাচ পাতানোয় দোষী সাব্যস্ত নাভিদ-শাইমান
-
শুরু হলো লাল বলের তুকতাক
-
রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
-
মাহমুদউল্লাহর গাড়ি ‘চলছে, চলুক’
-
বাংলাদেশে সাফল্যের পথ দেখালেন রোচ
-
মনের শক্তিতে স্বপ্নের পথে ছুটছেন ইয়াসির
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- মাহমুদউল্লাহর গাড়ি ‘চলছে, চলুক’
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি