টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2017 11:45 PM BdST Updated: 29 Oct 2017 11:47 PM BdST
-
ছবি: আইসিসি
-
ছবি: আইসিসি
নতুন ওপেনিং জুটির ভালো শুরু। আবারও শোয়েব মালিকের ঝড়। সিরিজে প্রথমবার খেলতে নামা মোহাম্মদ আমিরের ক্যারিয়ার সেরা বোলিং। সব মিলিয়ে পাকিস্তানের আরও একটি জয়। গাদ্দাফি স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারির উৎসবের উপলক্ষ।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৩-০তে।
লাহোরে রোববার ২০ ওভারে পাকিস্তানের ১৮০ রান তাড়ায় শ্রীলঙ্কা করতে পেরেছে ১৪৪।
পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই ম্যাচ হয়েছে লাহোরে। এই ম্যাচ খেলতে পাকিস্তান সফর করতে অনেক ক্রিকেটার রাজি নয় বলেই শ্রীলঙ্কা সিরিজটি খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। ফলটাও ভালো কিছু হলো না। ওয়ানডেতে ৫-০তে হারার পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশড।
টপ অর্ডারের দুর্দশা ঢাকতে এদিন ওপেনিংয়ে বদল আনে পাকিস্তান। আহমেদ শেহজাদের বদলে সুযোগ পান উমর আমিন। এই বদল কাজে দেয়। ফখর জামানের সঙ্গে উমরের উদ্বোধনী জুটি খুব ঝড় না তুললেও শক্ত ভিত্তি এনে দেয় দলকে। ৮ ওভারে দুজনে গড়েন ৫৭ রানের জুটি।
২৭ বলে ৩১ করে আউট হন ফখর। তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে উমর আমিন করেছেন ৩৭ বলে ৪৫।
তিনে নেমে রানের গতিতে ততটা জোয়ার আনতে পারেননি বাবর আজমও। তবে সে কাজটি দারুণ দক্ষতায় করেছেন শোয়েব মালিক। অভিজ্ঞ ব্যাটসম্যান বদলে দেন ম্যাচের গতি।
৫ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৫১ করেন মালিক। ৩১ বলে অপরাজিত ৩৪ বাবর। শেষ ওভারে ফাহিম আশরাফের দুটি ছক্কায় পাকিস্তান শেষ করে দারুণভাবে।

পাঁচে নেমে ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন দাসুন শানাকা। সিকুগে প্রসন্ন যথারীতি দুটি ছক্কা মেরেছেন। টুকটাক রান এসেছে শেষের ব্যাটসম্যানদের কাছ থেকে। তবে লঙ্কানদের পাখা মেলতে দেননি আমির।
৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আমির। প্রথমবার পেলেন ৪ উইকেট। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ফাহিম আশরাফ দুটি।
দারুণ ব্যাটিংয়ে ম্যাচ ও সিরিজের সেরা শোয়েব মালিক।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৮০/৩ (ফখর ৩১, উমর ৪৫, বাবর ৩৪*, মালিক ৫১, আশরাফ ১৩*; সঞ্জয়া ১/৪১, মুনাবিরা ১/২৬, উদানা ১/৩২, গুনাথিলাকা ০/১৬, থিসারা ০/২৮, পাথিরানা ০/৮, চতুরঙ্গা ০/১৪, শানাকা ০/১৩)।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৪/৯ (গুনাথিলাকা ৯, মুনাবিরা ১, সামারাবিক্রমা ৪, উদাওয়াত্তে ১১, শানাকা ৫৪, চতুরঙ্গা ২১, থিাসারা ১০, প্রসন্ন ১৬, পাথিরানা ১৪, উদানা ০*, সঞ্জয়া ১*; ইমাদ ১/৩০, আমির ৪/১৩, হাফিজ ১/১১, আশরাফ ২/১৯, শাদাব ০/৩১, হাসান ১/৩৯)।
ফল: পাকিস্তান ৩৬ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ৩-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শোয়েব মালিক
ম্যান অব দা সিরিজ: শোয়েব মালিক
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল