অনিশ্চয়তায় মুস্তাফিজের বিপিএলে খেলা
আরিফুল ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2017 07:13 PM BdST Updated: 26 Oct 2017 07:13 PM BdST
কাঁধের অস্ত্রোপচারের পর পুনবার্সন প্রক্রিয়ায় থাকায় খেলতে পারেননি গত আসরে। এবারও শঙ্কা মুস্তাফিজুর রহমানের বিপিএল খেলা নিয়ে। অ্যাঙ্কেলের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা পেসার থাকবেন পুনবার্সনে। অন্তত বিপিএলের শেষ ভাগের আগে তার মাঠে নামার সম্ভাবনা নেই। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বিসিবি।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে গা গরমের ফুটবল খেলায় চোট পান মুস্তাফিজ। সেই ইনজুরি তাকে ছিটকে দেয় সফরের বাকিটা থেকে। তখন ভাবা যায়নি, চোট বিপিএলে না খেলার মত গুরুতর। তবে বৃহস্পতিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী শোনালেন শঙ্কার কথাই।
“খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, লেটারেল অ্যাঙ্কেল স্প্রেইন খুব খারাপ ধরনের ইনজুরি। পর্যাপ্ত পুনর্বাসন না হয়ে যদি মুস্তাফিজ খেলায় ফেরে, তাহলে ভবিষ্যতে এই ইনজুরি আবার ফিরে আসতে পারে। আমরা চাইব ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক। এজন্য যদি বিপিএলের কিছু ম্যাচ যদি মিস করতে হয়, তাহলে আমরা মেনে নেব।”
দেবাশীস চৌধুরী জানালেন, এই কদিনে বেশ উন্নতি করেছেন মুস্তাফিজ। তার অবস্থার পরবর্তী পর্যালোচনা হবে দুই সপ্তাহ পর।
“মুস্তাফিজের লেটারেল অ্যাঙ্কেল ইনজুরির আজ ত্রয়োদশ দিন। গতকাল থেকে আমরা ফিজিওথেরাপি শুরু করেছি। প্রথম দিনের পর ওর উন্নতি বেশ ভাল। ফোলা অনেকটাই কমে গেছে।
“কিন্তু ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট থাকলেও, যেহেতু এই ইনজুরিটা গ্রেড-২ স্প্রেইন বা মডারেট টাইপের তো ওর ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করব। ওর রেগুলার ফিজিওথেরাপি ও কিছু ব্যায়াম চলবে। দুই সপ্তাহ পর আমরা ওকে রিভিউ করবো। তারপর পরবর্তী ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক করা হবে।”

“ওর ইনজুরির দিন থেকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। আরও যদি দুই সপ্তাহ বিশ্রাম নিতে পারে, তাহলে একমাস হবে। এক মাস রিকভারির জন্য খুব ভাল একটা সময়। কিন্তু সমস্যা থেকে যাবে রিকভারির পরেও। অনেক দিন ধরে অনুশীলনের বাইরে থাকায় বোলিং অনুশীলনের জন্য কিছুদিন সময় দিতে হবে। সে সময়টা নির্ভর করবে ওর নিজের ওপর।”
“ইনজুরির দিক থেকে ১ মাস ভাল সময়। ও যেহেতু পেস বোলার এক মাসের পরও যদি মনে রিহ্যাব করাতে হবে। শেষের দিকে পুনবাসন ও বোলিং প্র্যাকটিস হয়ত একসঙ্গে চলবে। সব মিলিয়ে ২-৩ সপ্তাহের মতো সময় লেগে যাবে।”
এমনিতে চোট-আঘাত ক্রিকেটাদের হয়ই। মুস্তাফিজকেও ক্যারিয়ারের শুরুতেই সেই ধকল সামলাতে হচ্ছে। তবে এবারের চোট ভিন্ন। গা গরমের ফুটবল খেলায় এত গুরুতর চোট পাওয়ায় উঠে প্রশ্ন। বিসিবির প্রধান চিকিৎসকও মুস্তাফিজের সতীর্থদের জন্য জানিয়ে দিলেন সতর্কবার্তা।
“এটা একটা ফ্রিক ইনজুরি। ওয়ার্ম আপ সেশনে ওরা যখন ফুটবল খেলছিল, তখন ইনজুরিটা হয়ে গেছে। এজন্য আমরা প্লেয়ারদের সবসময় সতর্ক করে দেই যে, ওয়ার্ম আপে খেলাটা হচ্ছে মূল খেলাটার একটা প্রস্তুতি। আমরা ওয়ার্ম আপ যদি খেলা হিসেবে নিই, ওখানে যদি প্রতিযোগিতামূলক মনোভাব দেখাই, তাহলে কিন্তু মূল খেলা বাধাগ্রস্থ হবে।”
“প্লেয়াররা জিনিসটা হয়তো মনে রাখতে পারেন না। প্রতিযোগিতামূলক মনোভাব খেলার চাইতে ওয়ার্ম আপে বেশি চলে আসে। যার ফলে এ ধরনের ইনজুরি বার বার ঘটতে থাকে। প্লেয়ারদের সাবধান করে দিই বারবার। এটা ব্যক্তিগত কোনো কৌশল দেখানোর বিষয় না। পাস দিতে হবে। গোলটা এখানে গুরুত্বপূর্ণ না, ওয়ার্ম আপটা গুরুত্বপূর্ণ।”
একের পর এক চোটে মুস্তাফিজের মানসিকভাবে ভেঙে পড়ারই কথা। তবে দেবাশীস চৌধুরী শোনালেন আশার কথা। মুস্তাফিজ ইতিবাচকই আছেন।
“ওর সবচেয়ে প্রিয় খেলা টি-টোয়েন্টি। এখানে ভাল পারফর্মও করে। গত বছর বিপিএল মিস করেছে। এ বছরও মিস করছে। আমরা ধারনা করেছিলাম, ও মানসিকভাবে ভেঙে পড়বে। যেটা ওর পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, ওর ব্যক্তিত্বটাই এমন যে ওর সঙ্গে যখন কথা বলা হচ্ছে, এই জিনিসটা আমি কখনও বুঝতে পারিনি ও মানসিকভাবে ভেঙে পড়েছে।”
“ও স্পোর্টিংলি নিচ্ছে, হাসিখুশির মধ্যে আছে। যে পরিমাণ ধারনা করেছিলাম, মানসিকভাবে ওরকম বিপর্যস্ত আমি দেখিনি। ইতিবাচক আছে। আমি নিশ্চিত, এটা ওর সেরে ওঠায় সাহায্য করবে।”
৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল। মুস্তাফিজের খেলার কথা রাজশাহী কিংসে। শুধু এই দল নয়, বাংলাদেশের ক্রিকেটও অপেক্ষায় থাকবে মুস্তাফিজের ফেরার।
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল