ব্র্যাথওয়েট-চেইসের ব্যাটে উইন্ডিজের বড় লিড

প্রথম দিনে যে আশার বাতি জ্বেলেছিল জিম্বাবুয়ে, দ্বিতীয় দিনেই সেটি ছিল প্রায় নিভু নিভু। তৃতীয় দিনে সেখানে কেবলই আঁধার। ক্রেইগ ব্র্যাথওয়েট ও রোস্টন চেইসের ব্যাটে বিশাল লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2017, 06:00 AM
Updated : 24 Oct 2017, 06:00 AM

সোমবার দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনশেষ করেছে ৮ উইকেটে ৩৬৯ রান নিয়ে। প্রথম ইনিংসের ৬০ রানের লিড মিলিয়ে ক্যারিবিয়ানরা এগিয়ে ৪২৯ রানে।

সকালে ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইল হোপের জুটি খুব বেশি দীর্ঘ হয়নি। ৪৩ রানে ফিরে যান কাইল হোপ।

ব্র্যাথওয়েট এরপর শেই হোপকে নিয়ে গড়েন ৬৭ রানের জুটি। ব্রেথওয়েটের সেঞ্চুরিটা যখন মনে হচ্ছিলো সময়ের ব্যাপার, তখনই তাকে থামালেন সিকান্দার রাজা। ২২৯ বলে ৮৬ রানে আউট।

ওয়েস্ট ইন্ডিজকে এরপর টেনে নেন চেইস। ৪৩ রানে কাইল হোপকে ফেরানো পেসার কাইল জার্ভিস ৪৪ রানে ফেরান শেই হোপকেও।

এরপর ওয়েস্ট ইন্ডিজ দ্রুত হারায় আরও তিন উইকেট। কিন্তু চেইসকে দারুণ ভাবে সঙ্গ দেন দেবেন্দ্র বিশু। অষ্টম উইকেটে দুজনের ৯২ রানের জুটিই মূলত শেষ করে দেয় জিম্বাবুয়ের আশা।

প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরির কাছে গিয়ে বিশু (৪৪) আউট হন দিনের শেষ ওভারে।

১২৭ বলে ৯১ রানে দিন শেষ করেছেন চেইস। চতুর্থ দিন শুরু করবেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির আশায়।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২১৯

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৫৯

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১২২.৩ ওভারে ৩৬৯/৮ (আগের দিন ৮৮/১)(ব্র্যাথওয়েট ৮৬, কাইল হোপ ৪৩, শেই হোপ ৪৪, চেইস ৯১*, ব্ল্যাকউড ৩, ডাওরিচ ১২, হোল্ডার ২৪, বিশু ৪৪; জার্ভিস ২/৬৬, পোফু ০/৩০, উইলিয়ামস ২/৯০, ক্রেমার ৩/১১১, রাজা ১/৫৩, মিরে ০/৫, ওয়ালার ০/৯)।