বিশুর স্পিনে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

পাশার দান উল্টো গেল দ্বিতীয় দিনেই। প্রথম দিনে বোলিংয়ে উজ্জ্বল জিম্বাবুয়ে দ্বিতীয় দিনে খাবি খেল ব্যাটিংয়ে। শুরুর দিনে বিবর্ণ ওয়েস্ট ইন্ডিজ পরের দিনই দারুণভাবে ঘুরে দাঁড়াল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 04:11 PM
Updated : 22 Oct 2017, 04:13 PM

রোববার বুলাওয়েয়ো টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের লাগাম নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেবেন্দ্র বিশুর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে ১৫৯ রানে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২১৯।

৬০ রানের লিড বিকেলের সেশনে আরও বাড়িয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা। দিন শেষ করেছে ১ উইকেটে ৮৮ রান নিয়ে। ৯ উইকেট হাতে নিয়ে লিড ১৪৮ রানের।

জিম্বাবুয়ের শুরুটা ভালো হলেও তাদের ভুগিয়েছেন বিশু। দিনের নিজের প্রথম ছক্কা হজম করে শুরু করলেও পরে দারুণ স্পিন ও বাউন্সে ৫ উইকেট নিয়েছেন ৭৯ রানে। কেমার রোচের দুটি উইকেটও ছিল গুরুত্বপূর্ণ।

বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মিরে দলকে টেনে নেন ৪৪ পর্যন্ত। ২৭ রান করা মিরেকে ফিরিয়ে প্রথম জুটি ভাঙেন রোচ।

দ্বিতীয় উইকেটে মাসাকাদজা ও ক্রেইগ আরভিন গড়েন ৪৭ রানের জুটি। এরপর ছন্দপতন। ৪২ রান করা মাসাকাদজাকে ফেরান বিশু। আর দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। গড়ে ওঠেনি আর কোনো জুটি।

সতীর্থদের আশা যাওয়ার মাঝে লড়াই চালিয়ে যাচ্ছিলেন আরভিন। ৩৯ রানে তাকেও ফেরান বিশু। ১ উইকেটে ৯১ থেকে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় ১৫৯ রানেই।

লাঞ্চের আগে-পরে টানা ২৩ ওভারের স্পেলে বিশু নেন ৫ উইকেট। এই নিয়ে ৫ উইকেটে পেলেন চারবার।

বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর পর ক্যারিবিয়ানরা দৃঢ়তা দেখিয়েছে ব্যাটিংয়েও। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান কাইরান পাওয়েল ১৭ রানে ফিরেছেন। তবে ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইল হোপ দিন শেষ করেছেন ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে।

হতাশার প্রথম দিনকে পেছনে ফেলে দ্বিতীয় দিনটি পুরোপুরিই ওয়েস্ট ইন্ডিজের।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২১৯

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬১.৩ ওভারে ১৫৯ (আগের দিন ১৯/০) (মাসাকাদজা ৪২, মিরে ২৭, আরভিন ৩৯, টেলর ১, উইলিয়ামস ৭, রাজা ৬, ওয়ালার ১১, চাকাভা ১২, ক্রেমা ০, জার্ভিস ২*, পোফু ১০*; গ্যাব্রিয়েল ১/২৪, হোল্ডার ২/২৫, বিশু ৫/৭৯, চেইস ০/৬, রোচ ২/২৩)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩৩ ওভারে ৮৮/১ (ব্র্যাথওয়েট ৩৮*, পাওয়েল ১৭, কাইল হোপ ৩২*; জার্ভিস ০/৬, পোফু ০/১২, উইলিয়ামস ০/১৯, ক্রেমার ১/৩৬, রাজা ০/১৪)।