দুইশতে একশ কোহলির

মাইলফলক ম্যাচটি দারুণ এক অর্জনে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। নিজের দুইশতম ওয়ানডে ম্যাচে ভারতীয় অধিনায়ক করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 12:40 PM
Updated : 22 Oct 2017, 12:44 PM

ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি সংখ্যায় এখন এককভাবে দুইয়ে ভারতীয় অধিনায়ক।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুম্বাইয়ে ১২১ রান করেছেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৩১তম সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।

গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন পন্টিংকে। সেঞ্চুরিতে কোহলির সামনে কেবল শচিন টেন্ডুলকার, ৪৯টি।

৩৭৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরি পন্টিংয়ের। কোহলি ছাড়িয়ে গেলেন ২০০ ম্যাচে, ১৯২ ইনিংসে।

টেন্ডুলকার ৩১তম সেঞ্চুরি করেছিলেন ২৭৯তম ম্যাচে, ২৭১ ইনিংসে। কোহলির ৩১টি সেঞ্চুরি হয়ে গেলো টেন্ডুলকারের চেয়ে ৭৯ ইনিংস কম খেলেই।

২০০তম ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি এর আগে কেবল ছিল একজনেরই, এবি ডি ভিলিয়ার্স।

২০০ ওয়ানডে শেষে রান, সেঞ্চুরি, ব্যাটিং গড়-তিনটিতেই ওয়ানডে ইতিহাসের শীর্ষে কোহলি। রান করেছেন ৮ হাজার ৮৮৮, সেঞ্চুরি ৩১টি, গড় ৫৫.৫৫।