‘এ’ দলকে জেতালেন সানজামুল-তানবীর

বোলারদের গড়ে দেওয়া পথে হাঁটতে পা হড়কে যাচ্ছিল ব্যাটসম্যানদের। তবে অতি কষ্টে হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল পৌঁছেছে গন্তব্যে। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও সানজামুল ইসলামের কার্যকর অবদান আর তানবীর হায়দারের অলরাউন্ড পারফর‌ম্যান্সে জিতেছে দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 12:10 PM
Updated : 19 Oct 2017, 12:37 PM

দ্বিতীয় একদিনের ম্যাচে বৃহস্পতিবার কক্সবাজারে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ।’ এগিয়ে গেছে ৫ ম্যাচ সিরিজে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে।

বাংলাদেশের পেস-স্পিনের জোড়া আক্রমণে আইরিশরা গুটিয়ে যায় ১৯৫ রানে। সেই রান তাড়ায় বাংলাদেশ ছিল বিপর্যয়ে। অপরাজিত ৬১ রানের ইনিংসে তানবীর দলকে নিয়ে যান জয়ের ঠিকানায়।

আইরিশদের প্রথম ৮ ব্যাটসম্যানের ৭ জনই ছুঁয়েছেন দু অঙ্ক। কিন্তু ফিফটি তো দূর, ৩৫ রানও করতে পারেননি একজনও। গড়ে ওঠেনি তাই বড় কোনো জুটি। উইকেট পড়েছে নিয়মিত। ৩ চার ও ১ ছক্কায় সিমি সিংয়ের ৩৩ রান দলের সর্বোচ্চ।

বাঁহাতি স্পিনে ৩৩ রানে ৪ উইকেট নেন সানজামুল ইসলাম। চার নম্বরে বোলিংয়ে এসে ৮ ওভারে ২৫ রানে তিনটি আবুল হাসান। ১০ ওভারে ৩৫ রান দিয়ে সিমি সিংয়ের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন তানবীর।

এই তিনজন পরে ব্যাট হাতে রেখেছেন বড় অবদান। টপ অর্ডারে রান পেয়েছেন কেবল নাজমুল হোসেন শান্ত। তবে সম্ভাবনাময় ইনিংসটিকে বড় করতে পারেননি অধিনায়ক। ফিরেছেন ৬৯ বলে ৪৪ রানে।

একটি করে ছক্কা ও চারে ১০ রান করে ফিরেছেন নাদিফ চৌধুরী। বাংলাদেশ ১১৪ রানে হারায় ৬ উইকেট।

তানবীর ও সানজামুল দলকে উদ্ধার করেন এখান থেকেই। সপ্তম উইকেটে ৪২ রানের জুটি গড়েন দুজন। সানজামুল আউট হয়ে গেলেও আবুল হাসানের সঙ্গে অষ্টম উইকেটে ৪০ রানের জুটিতে দলকে জেতান তানবীর।

দুটি জুটিতেই রান বাড়ানোর মূল কাজটি করেছেন তানবীর। ৮ চারে অপরাজিত থাকেন ৬১ রানে। ম্যান অব দা ম্যাচও এই অলরাউন্ডারই।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ার‌ল্যান্ড ‘এ’: ৪৮.১ ওভারে ১৯৫ (টেক্টর ৬, শ্যানন ২৭, অ্যান্ডারসন ২৭, বালবার্নি ১৫, সিমি ৩৩, পয়েন্টার ২৫, টমসন ১৬, ডকরেল ১৮, ম্যাককার্থি ০, মাল্ডার ১৭*, স্মিথ ৩; শুভাশিস ০/৩৫, আবু হায়দার ১/৪১, সানজামুল ৪/৩৩, আবুল হাসান ৩/২৫, তানবীর ১/৩৫, আল আমিন ১/২২)।

বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ১৯৬/৭ (সাদমান ২৪, জাকির ৪, শান্ত ৪৪, আল আমিন ৬, নাদিফ ১০, তানবীর ৬১*, নুরুল ১, সানজামুল ১৪, আবুল হাসান ১০*; ম্যাককার্থি ০/৩১, স্মিথ ১/৩২, সিমি ১/২২, টমসন ০/২৮, মাল্ডার ৩/৪২, ডকরেল ২/৪১)।

ফল: বাংলাদেশ ‘এ’ ৩ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: তানবীর হায়দার