মন্থর ব্যাটিংয়ে ঢাকা বিভাগের ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2017 06:09 PM BdST Updated: 16 Oct 2017 06:09 PM BdST
ঢাকা বিভাগের চ্যালেঞ্জ ছিল টিকে থাকার। সেই চ্যালেঞ্জে তারা উতরে গেছে দারুণভাবে। মন্থর কিন্তু দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে বাঁচিয়েছে ম্যাচ।
জাতীয় লিগের প্রথম স্তরে সোমবার ড্র হয়েছে রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচ।
খুলনায় প্রথম ইনিংসে ২৩৯ রানে পিছিয়ে ছিল ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভার ব্যাট করে রান তোলে মাত্র ৮৫। তবে উইকেট হারিয়েছে মোটে একটি।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৯৬ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল ঢাকা বিভাগ। শেষ ৪ উইকেটে তারা যোগ করতে পারে মাত্র ২১ রান। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, ২১ রান করতেই কাটিয়ে দেয় প্রায় ২৪ ওভার!
এই ব্যাটিংয়ের ধারা দারুণভাবে ধরে রাখা তারা ফলো অনের পর ব্যাট করতে নেমেও। উদ্বোধনী জুটিতে আসে ১৯ রান, তবে ওভারও কেটে যায় প্রায় ১৯টি। ১ ঘণ্টায় ৫৩ বলে ৯ রান করে আউট হন রনি তালুকদার।
পরের জুটিতে আর ভাঙনই ধরাতে পারেনি রংপুরের বোলাররা। ৩০ ওভারে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ড্র নিশ্চিত করেন আব্দুল মজিদ ও মিনহাজ খান।
১৫৪ বলে ৫২ করে অপরাজিত থাকেন মজিদ, ৮৮ বলে ২৩ মিনহাজ।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ সেরা রংপুরের নাঈম ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৫৬০/৮ (ডি.)
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৪২.৫ ওভারে ৩২১(আগের দিন ২৯৫/৬) (মোশাররফ ১০, শরিফ ১৭, জাহিদুজ্জামান ০, অপু ২০*, আজিম ০; সাজেদুল ০/১৬, রবিউল ০/৩১, শুভ ২/১০৩, মাহমুদুল ৩/৭১, রহমান ৪/৬০, আরিফুল ০/১, জাভেদ ১/৯, নাঈম ০/১৭)।
ঢাকা বিভাগ ২য় ইনিংস: (ফলো অনের পর) ৪৯ ওভারে ৮৫/১ (মজিদ ৫২*, রনি ৯, মিনহাজ ২৩*; শুভ ০/৫, রবিউল ০/১, রহমান ০/৩৫, মাহমুদুল ১/২৮, জাভেদ ০/৪, সাজেদুল ০/১২)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: নাঈম ইসলাম
-
নাঈম শেখ-ইমরুলের ব্যাটে রান
-
‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
-
দেশে আটকা পড়লেন স্যান্টনার
-
রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
-
অজুহাত না দিয়ে উন্নতির আশায় বাংলাদেশ কোচ
-
এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে