ফজলে রাব্বি, রাফসানের ব্যাটে বরিশালের ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2017 05:39 PM BdST Updated: 16 Oct 2017 05:52 PM BdST
প্রতিরোধের ইঙ্গিত ছিল আগের দিন বিকেলেই। শেষ দিনে সেটি পেল পূর্ণতা। সেঞ্চুরি করলেন ফজলে রাব্বি। সেঞ্চুরির কাছাকাছি গেলেন রাফসান আল মাহমুদ। খুলনার বিপক্ষে ম্যাচ বাঁচাল বরিশাল।
জাতীয় লিগের প্রথম স্তরে শনিবার রাজশাহীতে ড্র হয়েছে খুলনা ও বরিশালের ম্যাচ। প্রথম ইনিংসে ২১৫ রানে পিছিয়ে থেকে ফলো অনের পর বরিশাল দ্বিতীয় ইনিংসে করেছে ৫ উইকেটে ২৯৬।
আগের দিন বরিশাল শুরুতে এক উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন ফজলে রাব্বি ও রাফসান। দুজনের জুটি শেষ দিনেও দলকে টানে অনেকটা সময়। প্রথম সেশনে পড়েনি কোনো উইকেট।

সেঞ্চুরি হাতছাড়া করেননি ফজলে রাব্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে করেন তার ষষ্ঠ সেঞ্চুরি। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ২৩৭ বলে করেন ১০৭।
ফজলে রাব্বির পর সালমানকেও দ্রুত হারায় বরিশাল। তবে সোহাগ গাজীর ব্যাটে নিশ্চিত হয় ড্র।
উইকেট পেতে মরিয়া খুলনার হয়ে বোলিং করেন দুই উইকেটকিপার বাটসম্যান এনামুল হক ও মোহাম্মদ মিঠুন। নুরুজ্জামানের উইকেটও পান এনামুল; প্রথম শ্রেণির ক্রিকেটে তার দ্বিতীয় উইকেট। তবে ম্যাচের ফলে তা প্রভাব ফেলেনি।
৮ চার ও ৩ ছক্কায় ৬৩ বলে অপরাজিত ৬৮ করেন ব্যাট হাতে ফর্মে থাকা সোহাগ।

সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৫১১/৮
বরিশাল ১ম ইনিংস: ২৯৬
বরিশাল ২য় ইনিংস: (ফলো অনের পর) ১১০ ওভারে ২৯৬/৫ (আগের দিন ৮০/১) (রাফসান ৮৫, ফজলে রাব্বি ১১০, সালমান ৯, নুরুজ্জামান ১৯, সোহাগ ৬৮*, মঈন ১*; আল আমিন ১/২৯, জিয়াউর ০/১৬, রবিউল ০/১৪, নাহিদুল ১/৪৭, রাজ্জাক ০/১০২, মঈনুল ১/৪৪, রবি ০/১০, রবি ০/৯, এনামুল ১/১৪, মিঠুন ০/১০)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: জিয়াউর রহমান
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত