ম্যাচে ১০ উইকেট নিয়ে সিলেটের নায়ক এনামুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2017 05:03 PM BdST Updated: 16 Oct 2017 05:03 PM BdST
প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও শিকার ৫টি। ম্যাচে ১০ উইকেট নিলেন এনামুল হক জুনিয়র। দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন শাহানুর রহমান। জাতীয় লিগের দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রোকে হারিয়ে সিলেট পেল প্রথম জয়।
চট্টগ্রামে সোমবার ঢাকা মেট্রোকে সিলেট হারিয়েছে ১৯০ রানে। শেষ ইনিংসে ৩২৪ রান তাড়ায় ঢাকা মেট্রো গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানেই।
প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৫টি নিয়েছেন এনামুল। ৩২ বার ৫ উইকেট নিয়ে অভিজ্ঞ স্পিনার আরও সমৃদ্ধ করলেন নিজের রেকর্ড। ম্যাচে ১০ উইকেট পেলেন ষষ্ঠবার, যেখানে তার ওপরে কেবল আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক (৮ বার)।
এনামুলের ৫ উইকেটের পাশে দ্বিতীয় ইনিংসে শাহানুর নিয়েছেন ৪ উইকেট। বোলিংয়ের আগে ব্যাট হাতে শাহানুর রেখেছেন বড় অবদান।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৭৬ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল সিলেট। শাহানুর ও দশে নামা আবু জায়েদ চৌধুরীর অসাধারণ ব্যাটিংয়ে শেষ দুই উইকেটে আরও ৮৭ রান যোগ করে সিলেট।

৩২৩ রানে এগিয়ে থেকে ইনিংস শেষ হয় সিলেটের। ঢাকা মেট্রোর সামনে তখন চ্যালেঞ্জ সারাদিন টিকে থাকার। কিন্তু এনামুল-শাহানুরের বোলিংয়ে ভেঙে পড়ে তারা তাসের ঘরের মতোই।
ওপেনিংয়ে ৩১ করেন শামসুর রহমান। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে দাঁড়াতে পারেননি কেউ। প্রথম চার উইকেটের তিনটিই নেন শাহানুর। এরপর দৃশ্যপটে এনামুল।
৭৯ রানে ঢাকা মেট্রো হারায় ৮ উইকেট। আটে নামা ইলিয়াস সানির অপরাজিত ৩৭ রানে যেতে পারে তারা ১৩৩ রান পর্যন্ত।
শেষ উইকেটটি নিয়ে এনামুল পূর্ণ করেন ইনিংসে পঞ্চম আর ম্যাচে দশম উইকেট। ম্যান অব দা ম্যাচও তিনিই।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৩১৯
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৫৯
সিলেট ২য় ইনিংস: ৯১.১ ওভারে ২৬৩ (আগের দিন ১৭৬/৮) (শাহানুর ৫৮, আবু জায়েদ ৫৩*, খালেদ ৮*; ডলার ০/৪৪, সৈকত ০/৯, নিহাদ ৪/৯৫, শরিফ উল্লাহ ১/৪২, ইলিয়াস সানি ৩/৬৩, আশরাফুল ০/৩)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৪৯.২ ওভারে ১৩৩ (লক্ষ্য ৩২৪)(শামসুর ১৩, সৈকত ৩১, আসিফ ১১, মার্শাল ৪, মেহরাব ৪, আশরাফুল ৬, শরিফ উল্লাহ ০, ইলিয়াস সানি ৩৭*, জাবিদ ০, ডলার ৭, নিহাদ ৭*; খালেদ ০/৯, এনামুল ৫/৬৩, রাহাতুল ১/৮, শাহানুর ৪/৩০, অলক ০/১১, ইমতিয়াজ ০/১০)।
ফল: সিলেট ১৯০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: এনামুল হক জুনিয়র
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত