ফিজিওর সিদ্ধান্তে খেলেননি তামিম

মাশরাফি বিন মুর্তজা শেষ সময় অপেক্ষা করেছিলেন তামিম ইকবালের জন্য। তবে ফিজিও থিহান চন্দ্রমোহনের ছাড়পত্র না পাওয়ায় প্রথম ওয়ানডেতে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে।

ক্রীড়া প্রতিবেদক কিম্বার্লি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 05:41 PM
Updated : 15 Oct 2017, 09:38 PM

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগামী বুধবার পার্লে হবে দ্বিতীয় ওয়ানডে। মাশরাফির আশা, সেই ম্যাচে পাওয়া যাবে দলের সেরা ব্যাটসম্যানকে।

“তামিমের ব্যাপারে আমরা শেষ সময় পর্যন্ত ভাবছিলাম। তবে ফিজিও ওকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায়নি। চোটটা এখনও তামিমকে ভোগাচ্ছে। আশা করি, পরের ম্যাচের আগে ও ঠিক হয়ে যাবে।”

আগের দিন ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, প্রথম ওয়ানডেতে খেলবেন তামিম। তবে শেষ পর্যন্ত না খেলার পেছনে অন্য কিছু নেই বলে জানালেন মাশরাফি।

“হয়তো আপনারা শেষ খবরটা জানতে পারেননি। সিদ্ধান্তটা রাতে হয়েছে, সবার সঙ্গে বসে। এই সিদ্ধান্ত তামিম আর ফিজিও সবচেয়ে ভালো নিতে পারবে। কোচের (চন্দিকা হাথুরুসিংহে) সঙ্গে তামিমের মনোমালিন্য বা অন্য কোনো খেলোয়াড়ের মনোমালিন্য এখানে নেই।”