দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুস্তাফিজের
ক্রীড়া প্রতিবেদক, কিম্বার্লি থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2017 10:42 PM BdST Updated: 16 Oct 2017 03:34 AM BdST
চোটের কারণে প্রথম ওয়ানডেতে ছিলেন না মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে বাঁহাতি এই পেসারের।
শনিবার অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে হারিয়ে হতাশ মাশরাফি। রোববার কিম্বার্লির ডায়মন্ড ওভালে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হারের পর বাঁহাতি পেসারের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যাওয়ার কথা জানালেন অধিনায়ক।
“ব্যাপারটা কাল থেকে আমরা সবাই জানি। মুস্তাফিজের যখন থেকে লেগেছে তখন থেকে জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট।”
মাশরাফি জানান, আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজের অবস্থা সম্পর্কে পরে জানানো হবে। তবে এখন যে অবস্থা তাতে তার খেলার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
“আমি যতটুকু জানি, ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
সোমবার কেপ টাউন যাবে বাংলাদেশ দল। সেখানে মুস্তাফিজের স্ক্যান করানো হবে। এরপর তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের বাকি দুটি ওয়ানডে শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি