রাজ্জাক-নাহিদুলের স্পিনে ফলো অনে বরিশাল

ব্যাটসম্যানদের রান পাহাড়ের পর দায়িত্ব ছিল বোলারদের। খুলনার বোলাররা সেটি পূরণ করেছেন ভালোমতোই। খুলনার বিপক্ষে ফলো অনে পড়েছে বরিশাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 12:49 PM
Updated : 15 Oct 2017, 02:05 PM

জাতীয় লিগের প্রথম স্তরে রাজশাহীতে রোববার প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়েছে বরিশাল। ফলো-অনের পর দ্বিতীয় ইনিংসে তুলেছে তারা ১ উইকেটে ৮০।

আগের দিন ৮ উইকেটে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে খুলনা।

বরিশাল ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আগের দিনই। তৃতীয় দিন শুরুতেই উইকেট পড়ে আরও একটি। বরিশালের রান তখন ৫ উইকেটে ৯৪।

সেখান থেকে দলকে টানেন সোহাগ গাজী ও মঈন খান। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৯৭ রানের জুটি।

ব্যাট হাতে নিয়মিত রান করতে থাকা সোহাগ ৭ চার ও ৩ ছক্কায় ফেরেন ৬৫ রান করে। মঈন করেছেন ৬১।

লোয়ার অর্ডারে ৫ চারে শামসুলের ৩০ ও ২৩ বলে মনিরের ২৭ রানে বরিশাল যেতে পারে তিনশর কাছাকাছি।

খুলনার দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও নাহিদুল ইসলাম নেন তিনটি করে উইকেট। দুই পেসার আল আমিন হোসেন ও রবিউল ইসলাম দুটি করে।

ফলো অনের পর ব্যাট করতে নেমেও শুরুতে এক উইকেট হারায় বরিশাল। তবে এরপর জুটি গড়ে তোলেন রাফসান আল মাহমুদ ও ফজলে রাব্বি। দুজনের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনটা স্বস্তিতে শেষ করে বরিশাল।

শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বরিশালের প্রয়োজন ১৩৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৫১১/৮

বরিশাল ১ম ইনিংস: ৯২ ওভারে ২৯৬ (আগের দিন ৯৪/৪) (নুরুজ্জামান ৩, মঈন ৬১, সোহাগ ৬৫, শামসুল ৩০, মানিক ৭, মনির ২৭, তৌহিুল ৪*; আল আমিন ২/৭৩, রবিউল ২/৪৩, নাহিদুল ৩/৫১, রাজ্জাক ৩/৮৯, মঈনুল ০/৩৪)।

বরিশাল ২য় ইনিংস: (ফলো অনের পর) ৩৫ ওভারে ৮০/১ (মনির ১, রাফসান ৪৭*, ফজলে রাব্বি ২৯*; আল আমিন ১/১২, জিয়াউর ০/৭, রবিউল ০/১৪, নাহিদুল ০/২০, রাজ্জাক ০/১৯, মঈনুল০/৬, রবি ০/১)।