ঢাকা বিভাগকে টানলেন শুভাগত, মিনহাজ

পিঠে বিশাল রানের বোঝা। তবে ম্যাচ বাঁচাতে ঢাকা বিভাগ এগোচ্ছে ধীরে চলো গতিতে। মন্থর দিনে অর্ধশতক করেছেন তিন জন। রংপুরের বিপক্ষে ড্রয়ের লক্ষ্যে ভালোমতোই আছে ঢাকা বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 12:15 PM
Updated : 15 Oct 2017, 02:05 PM

জাতীয় লিগের প্রথম স্তরে রোববার তৃতীয় দিন শেষে ঢাকা বিভাগের রান ৬ উইকেটে ২৯৫। প্রথম ইনিংসে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করেছে রংপুর।

১ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করেছিল ঢাকা। দিনের শুরুতে হারায় তারা রনি তালুকদারকে।

তবে তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েন মিনহাজ খান ও রকিবুল হাসান। অর্ধশতক করে আউট হন দুজনই। ১৫৯ বলে ৬২ করেছেন মিনহাজ। ১১৫ বলে ৫১ রকিবুল।

এই দুজনের পর ঢাকাকে টানেন শুভাগত হোম। পঞ্চম উইকেটে তাইবুর পারভেজের সঙ্গে গড়েন ৮৩ রানের জুটি।

৯ চার ও ১ ছক্কায় ১০০ বলে ৬৭ রান করে ফেরেন শুভাগত। শেষ দিনে দলের রান বাড়ানোর দায়িত্ব দুই অভিজ্ঞ ক্রিকেটার মোশাররফ হোসেন ও মোহাম্মদ শরিফের ওপর।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ৫৬০/৮ (ডি.)

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১১৯ ওভারে ২৯৫/৬(আগের দিন ৫৪/১) (রনি ২৭, মিনহাজ ৬২, রকিবুল ৫১, শুভাগত ৬৭, তাইবুর ২৪, মোশাররফ ৬*, শরিফ ১৭*; সাজেদুল ০/১৬, রবিউল ০/৩১, শুভ ২/৮৮, মাহমুদুল ১/৬৯, রহমান ২/৬০, আরিফুল ০/১, জাভেদ ১/৯, নাঈম ০/৮)।