ভারতের ওয়ানডে দলে আবার কার্তিক

সবশেষ ওয়ানডেতেই গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫০। এরপরও জায়গা হারিয়েছিলেন দলে। ভারতীয় দলে এখন এতটাই বিকল্প। তবে সুযোগ আবার পেলেন দিনেশ কার্তিক। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারত দলে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 05:53 AM
Updated : 15 Oct 2017, 05:55 AM

মহেন্দ্র সিং ধোনি থাকছেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কার্তিক তাই স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পাকা করার মিশনের কথা বলেছিলেন বেশ কিছুদিন আগেই। এই সিরিজেও জায়গা পেয়েছেন ব্যাটসম্যান হিসেবেই।
 
সবশেষ আন্তর্জাতিক ম্যাচে রান করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দারুণ ফর্মে আছেন কার্তিক। দুলীপ ট্রফিতে করেছেন দুটি সেঞ্চুরি। পাশাপাশি তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্তর খুব ভালো ফর্মে না থাকাটা গেছে কার্তিকের পক্ষে।
 
সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলেও বাদ পড়েছেন লোকেশ রাহুল। টেস্টের দুই নিয়মিত পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবকে আবারও ওয়ানডে থেকে বাইরে রেখেছে দল। দলে ফিরেছেন পেসার শার্দুল ঠাকুর।
 
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু ২২ অক্টোবর।   
 
ওয়ানডের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর।