মিজানুর রহমানের টানা দ্বিতীয় সেঞ্চুরি

আগের ম্যাচেই ১৪৩ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন মিজানুর রহমান। এই ওপেনার করলেন আরেকটি সেঞ্চুরি। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে লিড নেওয়ার পথে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 12:28 PM
Updated : 14 Oct 2017, 12:28 PM

বগুড়ায় শনিবার বৃষ্টি বিঘ্নিত দিনে খেলা হয়েছে ৬০ ওভার। দ্বিতীয় দিন শেষে রাজশাহীর রান ৫ উইকেটে ২২৯। আগের দিন ২৬০ রান করে চট্টগ্রাম।

রাজশাহীর ইনিংসে মিজানুরের পাশাপাশি বড় অবদান আছে নাইটওয়াচম্যাচ দেলোয়ার হোসেনের। আগের দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা দেলোয়ার দেখান দারুণ দৃঢ়তা। দ্বিতীয় দিন প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি রাজশাহী।

১৫৩ রানের দারুণ এই জুটি ভাঙে দেলোয়ারের রান আউটে। ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানে ফেরেন দেলোয়ার। অভিজ্ঞ এই পেসারের এটি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতক।

মিজানুর টানা দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন ১৬১ বলে। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।

এবার আর সেঞ্চুরিটিকে বড় করতে পারেননি। ১৩ চার ও ২ ছক্কায় আউট হন ১০২ রানে।

এরপর জুনায়েদ সিদ্দিক দ্রুত ফিরলেও দিনের শেষ ভাগটা নিরাপদে কাটিয়ে দেন অভিজ্ঞ ফরহাদ হোসেন ও অভিষিক্ত তৌহিদ হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ২৬০

রাজশাহী ১ম ইনিংস: ৬৯ ওভারে ২২৯/৫ (আগের দিন ৩৪/২) (মিজানুর ১০২, দেলোয়ার ৬২, জুনায়েদ ১২, ফরহাদ হোসেন ৮*, হৃদয় ১২*; রানা ১/৫৪, হাসান ১/৫১, সাখাওয়াত ১/৫১, রনি ১/৪৭, ওয়াহিদুল ০/১৬, তাসামুল ০/১)।