বাবরের সেঞ্চুরি আর মালিকের ঝড়ে পাকিস্তানের জয়

টেস্টে ছিলেন ভীষণ বিবর্ণ। কিন্তু রঙিন পোশাক গায়ে চাপাতেই দারুণ উজ্জ্বল বাবর আজম। উপহার দিলেন সেঞ্চুরি। শোয়েব মালিক তুললেন ঝড়। বাকি কাজটুকু সারলেন বোলাররা। বড় জয়ে সিরিজ শুরু করল পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 06:09 AM
Updated : 14 Oct 2017, 06:09 AM

৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ে পাকিস্তানের ২৯২ রান তাড়ায় শ্রীলঙ্কা শুরু থেকেই ধুঁকতে ধুঁকতে লোয়ার অর্ডারদের সৌজন্যে তুলেছে ২০৯।

দুবাইয়ের গরমে টস জিতে বোলিং নিয়ে সবাইকে অনেকটা চমকে দিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক উপুল থারাঙ্গা। তবে নতুন বলে দারুণ বোলিং করে পাকিস্তানকে চাপে ফেলেন দুই লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল ও লাহিরু গামাগে। ১১টি ডট বল খেলে হাঁসফাঁস করতে করতে উড়িয়ে মারতে গিয়ে আউট হন আহমেদ শেহজাদ (১২ বলে ০)।

ফাঁস অনেকটা আলগা হয় দ্বিতীয় উইকেটে। নিয়মিত স্ট্রাইক বদল করেন বাবর। ফখর জামান খেলেন শট। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৬৬ রান। ৮টি চার ও ১ ছক্কায় ৪৩ করে ফেরেন ফখর।

তৃতীয় উইকেটে হাফিজকে নিয়ে বাবর গড়েন ৪৯ রানের জুটি। ম্যাচের চিত্র বদলে যায় মূলত বাবর ও মালিকের জুটিতে।

শুরু থেকেই ধীরে এগোতে থাকা বাবর এ সময় বাড়ান রানের গতি। মালিক তো উইকেটে যাওয়ার পর থেকে ছুটেছেন তীব্র গতিতে। দুজনের জুটিতে ১৩৯ রান আসে মাত্র ১১৪ বলে।

১৩১ বলে ১০৩ করে আউট হন বাবর। পাকিস্তানের ব্যাটিংয়ে নতুন এই সেনসেশন ৬টি ওয়ানডে সেঞ্চুরি করে ফেললেন ৩২ ম্যাচেই।

মালিক ফেরেন ৫ চার ও ২ ছক্কায় ৬১ বলে ৮১ করে। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ৮৯ রান।

রান তাড়ায় শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে লঙ্কান ব্যাটিং। নিয়মিত উইকেট হারিয়ে তাদের রান হয়ে যায় ৫ উইকেটে ৬৭।

চারে নেমে ভরসা হয়ে থাকা লাহিরু থিরিমান্নে আউট হয়ে যান ৫৩ রানে। রুম্মান রাইস ও হাসান আলির দারুণ বোলিংয়ে ১৩২ রানে শ্রীলঙ্কা হারায় ৭ উইকেট।

এরপর লোয়ার অর্ডারদের সৌজন্যে কমেছে পরাজয়ের ব্যবধান। দুই স্পিনার আকিলা দনঞ্জয়া ও জেফ্রি ভ্যান্ডারসে অষ্টম উইকেটে গড়েন ৬৮ রানের জুটি।

কোনো রকমে শ্রীলঙ্কা ছাড়ায় দুইশ। ৫০ রানে অপরাজিত থাকেন আটে নামা দনঞ্জয়া। ওয়ানডে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটেই এটি তার প্রথম হাফসেঞ্চুরি।

সেঞ্চুরি যদিও করেছেন বাবর, কিন্তু ম্যাচের গতিপথ বদলে দেওয়া ইনিংসে ম্যাচ সেরা মালিক।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৯২/৬(ফখর ৪৩, শেহজাদ ০, বাবর ১০৩, হাফিজ ৩২, মালিক ৮১, সরফরাজ ১, ইমাদ ১০*, হাসান ১১*; লাকমল ২/৪৭, গামাগে ১/৪৯, দনঞ্জয়া ১/৫১, থিসারা ১/৬৮, ভ্যান্ডারসে ১/৪৭, সিরিবর্দনা ০/২৮)।

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২০৯/৮ (ডিকভেলা ১৯, থারাঙ্গা ১৮, চান্দিমাল ৪, থিরিমান্নে ৫৩, মেন্ডিস ২, সিরিবর্দনা ০, থিসারা ২১, দনঞ্জয়া ৫০*, ভ্যান্ডারসে ২৫, লাকমল ৭*; জুনাইদ ০/২৮, রাইস ৩/৪৯, হাফিজ ১/৩২, হাসান ৩/৩৬, মালিক ০/১৯, শাদাব ১/২৬, ইমাদ ০/১৫)।

ফল: পাকিস্তান ৮৩ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: শোয়েব মালিক