উইকেট নেওয়া সহজ হবে না: নাসির

ওয়ানডে সিরিজের উইকেট প্রস্তুতি ম্যাচের উইকেটের মতোই ফ্ল্যাট হবে বলে বিশ্বাস নাসির হোসেনের। উইকেটে বোলারদের জন্য প্রায় কিছুই থাকবে না। তাই উইকেট নিতে বিশেষ কিছু করতে হবে বলে মনে করছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক কিম্বার্লি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 05:02 PM
Updated : 13 Oct 2017, 05:05 PM

উইকেট নিতে বাংলাদেশের বোলারদের পিচ থেকে একটু হলেও সুবিধা লাগে। সেটা এক রকম অনুপস্থিত ছিল প্রস্তুতি ম্যাচের পিচে। তাই প্রায় সবাইকে ভুগতে হয়েছে ব্লুমফন্টেইনে। 

সেই ম্যাচে ৯ ওভার বল করে একটি উইকেট নেওয়া নাসির বলছিলেন, কতটা কষ্ট করতে হয়েছে তাদের। 

“উইকেটে তেমন কোনো টার্ন ছিল না। তাই স্পিনারদের অনেক কষ্ট করতে হয়েছে। উইকেট নেওয়া সহজ হবে না। আমরা যদি তিনশ ছাড়ানো রান করি তাহলে হয়তো জেতার সুযোগ থাকবে।”

শুক্রবার এসেই প্রথম ম্যাচের ভেন্যু কিম্বার্লির ডায়মন্ড ওভালে অনুশীলন করেছে বাংলাদেশ। সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সময় বিশাল সব ছক্কা হাঁকাতে দেখা গেছে তামিম ইকবাল, নাসিরদের।

নাসির মনে করেন, এমন পিচে উইকেট নিতে স্পেশাল কিছু করতে হবে তাদের। 

“বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে সহজে উইকেট পাওয়া যাবে না। উইকেটে বোলারদের জন্য কিছু থাকে না। স্লগের সময় আমাদের স্লোয়ার, ইয়র্কার, বাউন্সার, গতির বৈচিত্র্য- এই সব ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।”