সানজামুল-মেহেদির স্পিনে জয়ের আশায় বাংলাদেশ ‘এ’

সকালে দ্রুত পড়েছে চার উইকেট। শেষ বিকেলেও হারাতে হয়েছে দুটি। তার পরও দিন শেষে জয় দেখছে বাংলাদেশ ‘এ’ দল। মাঝের সময়টায় দারুণ বোলিংয়ে জয়ের পথ তৈরি করে দিয়েছেন সানজামুল ইসলাম ও মেহেদি হাসান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 11:59 AM
Updated : 13 Oct 2017, 11:59 AM

সিলেটে আনঅফিসিয়াল টেস্টের শেষ দিনে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারাতে বাংলাদেশ ‘এ’ দলের প্রয়োজন ১০৫ রান। হাতে আছে ৮ উইকেট।

প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছিল বাংলাদেশ ‘এ’। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ গুটিয়ে যায় ২১৩ রানেই। ৫ উইকেট নেন সানজামুল, প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া মেহেদি এবারও ৩টি।

১৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ শুক্রবার তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২৭ রানে।

দুই দল মিলিয়ে একদিনে উইকেট পড়েছে ১৮টি। সকালে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শেষ ৪ উইকেট হারিয়ে যোগ করতে পারে আর মাত্র ১৫ রান।

৮২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার আগেই হারায় ৩ উইকেট। এরপরও তারা নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। প্রথম ইনিংসের মতোই দলের ইনিংস ছিল এক খুঁটির ঘর।

প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরিতে দলকে টেনেছিলেন সিমি সিং। এবার একাই লড়াই করলেন ওপেনার জেমস শ্যানন। সিমির মত সেঞ্চুরি অবশ্য পাননি, ৯০ রান করে আউট হয়েছেন।

আইরিশদের মূল হন্তারক সানজামুল ইসলাম। জাতীয় দলে জায়গা হারানো বাঁহাতি স্পিনার ৫ উইকেট নিয়েছেন ৯০ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ত্রয়োদশ ৫ উইকেট।

১৩২ রানের লক্ষ্যে খেলত নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। জাকির হাসান শুরুতেই ফিরে যান আবারও। ওই ওভারেই আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম ও আল আমিনের ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ‘এ’ ১ম ইনিংস: ২৫৫

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১১৬.৪ ওভারে ৩৩৭ (আগের দিন ৩২২/৬)(নুরুল ৫৪, সানজামুল ১৪, জুবায়ের ১, রাব্বি ১*, এবাদত ০; স্মিথ ২/৪২, টমসন ১/৪২, ম্যাকব্রাইন ৩/৬৩, ডকরেল ৩/৯০, সিমি ০/৬২, গেটকেক ০/২৬)।

আয়ারল্যান্ড ‘এ’ ২য় ইনিংস: ৬০.২ ওভারে ২১৩ (শ্যানন ৯০, টেক্টর ৯, বালবার্নি ৫, টেরি ২০, সিমি ১২, টমসন ২১, পয়েন্টার ১১, গেটকেক ২৬, ডকরেল ০, ম্যাকব্রাইন ১৪, স্মিথ ৩*; রাব্বি ০/২৫, সানজামুল ৫/৯০, মেহেদি ৩/৪৮, এবাদত ১/২৭, জুবায়ের ১/২১)।

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ১১ ওভারে ২৭/২ (লক্ষ্য ১৩২) (সাদমান ১৪*, জাকির ৪, শান্ত ০, আল আমিন ৯*; টমসন ০/৪, ম্যাকব্রাইন ২/১৪, ডকরেল ০/৯)।