রঙিন পোশাক স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে
ক্রীড়া প্রতিবেদক, ব্লুমফন্টেইন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2017 08:45 PM BdST Updated: 10 Oct 2017 08:45 PM BdST
বদলেছে পোশাক, বদলেছে বলের রঙ- তার সঙ্গে যেন বদলে গেছে বাংলাদেশ। ক্রিকেটারদের কথায় পড়েছে তার ছাপ। পরিবর্তনটা চোখে পড়েছে শরীরী ভাষাতেও। টেস্টের বিব্রতকর হারের তেতো স্বাদ ভুলতে অতিথিরা তাকিয়ে ওয়ানডে সিরিজের দিকে।
দেশের মাটিতে বাংলাদেশ অনেক দিন ধরেই সমীহ করার মতো দল। দেশের বাইরেও সাফল্য পাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলায় রয়েছে তার প্রমাণ।
দক্ষিণ আফ্রিকা হয়তো চাইতে পারে টেস্ট সিরিজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে। কিন্তু বাংলাদেশ চায়, দুই দলের শেষ ওয়ানডে সিরিজ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করতে। সেবার দেশের মাটিতে ২-১ ব্যবধানে জিতেছিল তারা।
মঙ্গলবার অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। সকালে জিম করেন ক্রিকেটাররা। সেখান থেকে হোটেলে ফিরে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল কায়েস। তিনি জানান, দেশের বাইরে ভালো করার ধারাবাহিকতা আরেকটু এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা।
“বাংলাদেশের কন্ডিশনে আপনারা জানেন, আমরা শক্তিশালী দল। আমরা প্রমাণ করছি, অ্যাওয়েতে এসে ম্যাচ জেতা সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা ম্যাচ জেতা শুরু করেছি। এখানে ভালো একটা সিরিজ হবে। যদি আমরা বেটার ক্রিকেট খেলতে পারি ভালো একটা ফল হওয়া সম্ভব।”
ফরম্যাট বদলানো বদলে যাবে বোলারদের ভূমিকা। এখন আর অতটা আক্রমণাত্মক বোলিং করতে পারবে না দক্ষিণ আফ্রিকার পেসাররা। সতীর্থদের সামনে এবার বড় সুযোগ দেখেন ইমরুল।
“আপনি ওয়ানডেতে চাইলে অনেক কিছু করতে পারে। থিতু হয়ে গেলে ইচ্ছামত রান বের করতে পারেন। টেস্ট ক্রিকেটে চাইলেও আপনি ইচ্ছামত রান বের করতে পারবেন না। যেদিকে শট খেলতে চাইবেন সেদিকে ফিল্ডার রাখে। সেখানে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার মনে হয়, টেস্টে বোলারদের অনেক সুযোগ থাকে ব্যাটসম্যানদের আউট করার জন্য। ওয়ানডেতে এটা ভিন্ন হবে।”
“স্কিলের দিক থেকে আমাদের দলের সবাই তো ভালো। আগের চেয়ে অনেক ভালো। সব শটই খেলতে পারে সবাই। বড় ইনিংসও খেলতে পারে। ওদিক দিয়ে কোনো সমস্যা নাই।”
সমস্যা হতে পারতো টেস্ট সিরিজে বিশাল দুই হারে নড়ে যাওয়া আত্মবিশ্বাস। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আসায় সেটা এরই মধ্যে অনেকটা ঠিক হয়ে গেছে। টিম ম্যানেজমেন্ট থেকেও বলা হয়েছে, টেস্ট সিরিজ ভুলে সামনের দিকে তাকাতে।
“এখন আমাদের মনোযোগ ওয়ানডে ক্রিকেটের দিকে। আমার মনে হয়, টেস্টের উইকেট আর ওয়ানডের উইকেট ভিন্ন হবে। ওয়ানডেতে ওরা চাইবে রান বেশি করতে চাইবে। রান বেশি করার জন্য ফ্ল্যাট উইকেট বানাতে পারে। কেমন উইকেট পাব ওপর নির্ভর করবে খেলাটা কেমন হবে।”
প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে, সহকারী কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে ওয়ানডে সিরিজ নিয়ে এদিন বসেছিলেন অধিনায়ক মাশরাফি, সহ-অধিনায়ক সাকিবসহ অন্য তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। এবার আরও বেশি প্রস্তুত হয়ে প্রোটিয়াদের মুখোমুখি হতে চায় বাংলাদেশ।
আগামী রোববার কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। তার আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে খেলবে মাশরাফির দল।
-
চার দিনেই হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ
-
বাংলাদেশ ও উইন্ডিজকে অপেক্ষায় রাখল বৃষ্টি
-
হেডিংলিতে কিপিং করে ভারত টেস্টের দলে বিলিংস
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
‘সিক্সটি’-তে মনোযোগ দিতে সিপিএলে খেলবেন না গেইল
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ