ত্রয়ীর দিকে তাকিয়ে ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, ব্লুমফন্টেইন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2017 07:20 PM BdST Updated: 10 Oct 2017 07:40 PM BdST
মাশরাফি বিন মুর্তজার থাকার সুযোগ ছিল না। বিশ্রাম নেওয়ায় ছিলেন না সাকিব আল হাসান। চোটের জন্য ছিটকে যান তামিম ইকবাল। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল ছিল বিবর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন এই তিন তারকা। তাই সিরিজ নিয়ে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই ইমরুল কায়েসের।
Related Stories
ঊরুর পেশির চোটের জন্য ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তামিম। অনেকটাই সেরে উঠেছেন বাঁহাতি উদ্বোধনী এই ব্যাটসম্যান। ছুটি কাটিয়ে সতেজ হয়ে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। কয়েক বছর ধরে টেস্টে খেলেন না মাশরাফি। যথারীতি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত এই পেসার।
তাদের তিন জন থাকায় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেড়েছে বলে মনে করেন ইমরুল।
“মাশরাফি ভাই আর সাকিবের আসা, তামিমও খেলবে এবার। এমন তিন জন খেলোয়াড় না খেললে কতটা ঘাটতি থাকে সেটা তো আমরা এখানে শেষ টেস্টটা খেলে বুঝেছি। ওদের ছাড়া কতটা সংগ্রাম করতে হয়, আমরা বুঝেছি। অবশ্যই ওরা আসাতে দলের ভারসাম্য অনেক ভালো হয়েছে। আশা করি, ওয়ানডে সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাদের দলেও ভালো ভারসাম্য আছে এখন। ভালো খেলা হবে।”
দলের সঙ্গে যোগ দিয়েই সতীর্থদের উজ্জ্বীবিত করার কাজ শুরু করেছেন মাশরাফি। তার উপস্থিতিই পাল্টে দিয়েছে দলের পরিবেশ।
“মাশরাফি ভাই থাকলে আমরা সবাই একসঙ্গে উপভোগ করি। তিনি অনেক মজা করেন। যার জন্য হয়তো বা আন্তর্জাতিক ক্রিকেটের চাপটা অনেক সময়ে আমরা বুঝতে পারি না। এটা অবশ্যই একটা ইতিবাচক জিনিস। উনি এসে সবাইকে নিয়ে একসঙ্গে যে মোটিভেট করেন এটা অবশ্যই অনেক বড় জিনিস।”
মাশরাফি আসায় পেসাররা পেয়েছেন তাদের নেতাকে। মাঠেই পাবেন তাদের মেন্টরকে। সাকিব ফেরায় স্পিনাররা মাঠেই পাবেন তাদের প্রয়োজনীয় পরামর্শ। বরাবরই প্রতিপক্ষের বোলিংকে এলোমেলো করে দেওয়ার দায়িত্ব থাকে তামিমের কাঁধে। এমন তিন জনের উপস্থিতি তো দলের জন্য টনিক হিসেবে কাজ করারই কথা।
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
-
অভিষেকে ওভারটনের রেকর্ড, ওভারটনের আক্ষেপ
-
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রিকেট আঙিনায়
-
শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ভ্যান্ডারসে
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট