শামসুর রহমানের ঝড়ো সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2017 07:05 PM BdST Updated: 09 Oct 2017 07:05 PM BdST
মরা ম্যাচ হঠাৎই প্রাণবন্ত শেষ দিনে। শামসুর রহমানের ঝড়ো সেঞ্চুরিতে ঢাকা মেট্রো পেল ইনিংস ঘোষণার ফুরসত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে টালমাটাল চট্টগ্রামের ব্যাটিং। শেষ পর্যন্ত ইরফান শুক্কুরের দৃঢ়তায় চট্টগ্রামের রক্ষা!
জাতীয় লিগের দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো ও চট্টগ্রামের ম্যাচ ড্র হয়েছে দারুণ উত্তেজনা ছড়ানোর পর। অভাবনীয় এক জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেনি ঢাকা মেট্রো।
প্রথম ইনিংসে ১০৮ রানে লিড পাওয়া ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে রীতিমত টি-টোয়েন্টি খেলেছে। ২১ ওভারে ১৬৫ রান তুলে ঘোষণা করে ইনিংস। ৬৭ বলে ১০২ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন শামসুর। শেষ ইনিংসে চট্টগ্রাম তোলে ৬ উইকেটে ৯৭ রান।
সোমবার শেষ দিন শুরু হয়েছিল চট্টগ্রামের প্রথম ইনিংস দিয়ে। ৮ উইকেটে ২১৬ রান নিয়ে শুরু করা দল যায় ২৬১ পর্যন্ত। দশে নেমে ৫ ছক্কায় ৩২ বলে ৫৮ রান করেন অভিষিক্ত ওয়াহিদুল আলম।
ঢাকা মেট্রো ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তোলে ঝড়। ৬৪ বলে সেঞ্চুরি করেন শামসুর, প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৪তম সেঞ্চুরি। ৮ চারের সঙ্গে ইনিংসে ছক্কা ছিল ৫টি।
বাকিরাও রান করেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে। ঢাকা মেট্রো ইনিংস ঘোষণা করে ২১ ওভার খেলেই।
বাকি সময়ে ২৭৪ রান তাড়া করা ছিল ভীষণ কঠিন। চট্টগ্রামের লক্ষ্য ছিল টিকে থাকা। শুরুটাও ভালোই হয়েছিল তাদের। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এরপরই বিপত্তি। একের পর এক উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা।
২০ রানের মধ্যে পড়ে যায় ৫ উইকেট। তবে শেষ পর্যন্ত ইরফান শুক্কুরের ব্যাট ভরসা দেয় তাদের। ১১১ বল খেলে ২১ রানে অপরাজিত থাকেন শুক্কুর।
প্রথম ইনিংসে ৬৬ রান ও ২ ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা মোহাম্মদ আশরাফুল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৬৯/৯ (ডি.)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৯০.৫ ওভারে ২৬১ (আগের দিন ২১৬/৮) (রানা ১৮, ওয়াহিদুল ৫৮, বেলাল ০; শহিদ ২/৬৯, সানি ০/১২, শরিফ উল্লাহ ২/৩৩, আশরাফুল ৩/৬৫, সৈকত ১/২৪, নিহাদ ২/৫৬)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ২১ ওভারে ১৬৫/৩ (ডি.)(শামসুর ১০২*, সৈকত ১৯, আশরাফুল ১৮, আসিফ ২০, মার্শাল ৪*; রানা ১/৪৮, রনি ১/৩২, ওয়াহিদুল ০/২৬, কামরুল ০/৩৬, বেলাল ১/২২)।
চট্টগ্রাম ২য় ইনিংস: ৪৯ ওভারে ৯৭/৬ (লক্ষ্য ২৭৪) (সাদিকুর ৩৩, জসিম ১৯, মাহবুবুল ৭, তাসামুল ৪, শুক্কুর ২১*, সাজ্জাদুল ২, রনি ৭, কামরুল ১*; শহিদ ০/১৬, সানি ০/১৫, শরিফ উল্লাহ ১/১৯, সৈকত ২/২৫, নিহাদ ২/১১, আশরাফুল ১/৬, শামসুর ০/০, মার্শাল ০/৪)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ আশরাফুল
-
দুঃস্বপ্নের সেশনে আলোর রেখা মুশফিক-লিটনের জুটি
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ