অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা অবশ্য মনে করছেন, আসছে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত তার উত্তরসূরিরা।
জাতীয় লিগের প্রথম স্তরে খুলনাও রংপুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হয়েছে ড্র। বৃষ্টিতে শেষ দিনে খেলা হয়েছে মাত্র ৩৩ ওভার।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকটে২২ রান নিয়ে দিন শুরু করা খুলনা ১ উইকেটে ১৪১ রান তোলার পর বৃষ্টি এসে ভাসিয়ে নেয় বাকিসময়ের খেলা।
১৩৩ বলে ১৫ চারে ৮৮ রানে অপরাজিতথাকেন মেহেদি। প্রথম ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচ সেরা রংপুরের ওপেনার জাহিদ জাভেদ।
চার রাউন্ড শেষে ১৪ পয়েন্টনিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। রংপুর ও ঢাকা বিভাগের পয়েন্ট ৮, বরিশালের৬।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ২১৮
রংপুর ১ম ইনিংস: ৩১৭/৯ (ডি.)
খুলনা ২য় ইনিংস: ৪৩ ওভারে১৪১/১ (আগের দিন ২২/০) (রবি ২৯, মেহেদি ৮৮*, অমিত ১৭*; আরিফুল ০/১৭, সাদ্দাম ০/১৮,শুভ ০/৩৫, মাহমুদুল ০/১৭, সাজেদুল ০/৩৭, তানবীর ১/১১)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: জাহিদজাভেদ