শুভাগতর দারুণ বোলিংয়েও বরিশালের লিড

শুভাগত হোম চেষ্টা করলেন। তবে আটকাতে পারলেন না বরিশালকে। শামসুল আলমের ব্যাটে লিড পেল বরিশাল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও খুব সুবিধা করতে পারেনি ঢাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 02:23 PM
Updated : 8 Oct 2017, 02:24 PM

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনায় ঢাকার ২৫০ রানের জবাবে বরিশাল রোববার প্রথম ইনিংসে তুলেছে ২৯৯। ঢাকা তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১১০ রান নিয়ে। ৭ উইকেট হাতে নিয়ে এগিয়ে তারা ৬১ রানে।

৬ উইকেটে ২০১ রান নিয়ে দিন শুরু করেছিল বরিশাল। ৫১ রান নিয়ে শুরু করা নুরুজ্জামান ফেরেন ৬৮ রানেই। বেঁচে থাকে ঢাকার লিডের আশা। সেই আশা মাড়িয়ে শামসুল বরিশালকে নিয়ে যান তিনশর কাছাকাছি।

১০৮ বলে ৫৬ রান করে অপরাজিত থেকে যান শামসুল। শুভাগত ৪ উইকেট নেন ৬২ রানে।

৪৯ রানে পিছিয়ে থাকা ঢাকা সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার আগেই হারায় দুই ব্যাটসম্যানকে। তৃতীয় উইকেটে রনি তালুকদার ও রকিবুল হাসান গড়েন ৫৭ রানের জুটি।

দিনের শেষ ভাগে ২৮ রানে আউট হন রনিও। ৩৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন রকিবুল।   

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১০২.১ ওভারে ২৫০

বরিশাল: ১০২ ওভারে ২৯৯ (আগের দিন ২০১/৬)(নুরুজ্জামান ৬৮, শামসুল ৫৬*, মনির ২৪, তানভির ৩, কবির ২; শাহাদাত ০/৫৫, শরিফ ২/৬৫, মোশাররফ ২/৬৬, শুভাগত ৪/৬২, নাজমুল ১/৩৭, তাইবুর ১/১১)।

ঢাকা ২য় ইনিংস: ৩৮ ওভারে ১১০/৩ (মজিদ ০, রনি ২৮, জাহিদুজ্জামান ৩৭, রকিবুল ৩৯*, শুভাগত ৫*