মিজানের সেঞ্চুরি, অপেক্ষায় জুনায়েদ

লোয়ার অর্ডারদের দারুণ ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে দুইশ ছাড়িয়েছিল সিলেট। কিন্তু রাজশাহী সেটি পেরিয়ে গেছে টপ অর্ডারদের ব্যাটেই। দারুণ এক সেঞ্চুরি করেছেন মিজানুর রহমান। সেঞ্চুরির দিকে ছুটছেন জুনায়েদ সিদ্দিকও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 02:05 PM
Updated : 8 Oct 2017, 02:25 PM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রোববার বগুড়ায় প্রথম ইনিংসে ২২১ রান তুলেছে সিলেট। রাজশাহী ৫৯ ওভার খেলে তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ২৭৯ রান নিয়ে।

৬ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শুরু করেছিল সিলেট। দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে রান হয়ে যায় ৮ উইকেটে ১১২। সেখান থেকে নবম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন আবুল হাসান ও আবু জায়েদ।

৯৬ বলে ৬০ করেন আবুল হাসান। ৬০ বলে ৩৭ আবু জায়েদ। শেষ ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদও ১৫ বলে ২০ রান করলে সিলেট তোলে ২২১।

অভিজ্ঞ পেসার দেলোয়ার এবার প্রথম খেলতে নেমেই নেন ৪ উইকেট। নতুন বলে তার সঙ্গী ফরহাদ রেজা ৩টি।

সিলেটের সেই রান তৃতীয় দিনেই ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায় রাজশাহী। ওপেনার অভিষক মিত্রর দ্রুত বিদায়ের পর তিনে নামা সাব্বির হোসেনও টেকেননি বেশিক্ষণ। এরপর দারুণ জুটি গড়েন মিজানুর ও জুনায়েদ।

১৭ চার ও ১ ছক্কায় মাত্র ১১৬ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন মিজানুর। প্রথম শ্রেণির ক্রিকেটে যেটি তার পঞ্চম।

শেষ পর্যন্ত মিজানুর আউট হন ১৬৯ বলে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ভাঙে তৃতীয় উইকেটে জুনায়েদের সঙ্গে ১৯৭ রানের জুটি।

চতুর্থ উইকেটে ফরহাদ হোসেনকে নিয়ে রান আরও বাড়ান জুনায়েদ। বাঁহাতি ব্যাটসম্যান দিন শেষ করেছেন ১২৮ বলে ৮২ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৭২.৩ ওভারে ২২১ (ইমতিয়াজ ৮, সায়েম ৪৭, আনোয়ার ১৩, রাজিন ১৩, অলক ৯, শাহানুর ৫, রোমান ২, আবুল হাসান ৬০, ইমরান ০, আবু জায়েদ ৩৭, খালেদ ২০*; দেলোয়ার ৪/৭২, ফরহাদ রেজা ৩/৬২, মামুন ২/৫০, সাব্বির ১/১১, সাকলাইন ০/২৩)।

রাজশাহী ১ম ইনিংস: ৫৯ ওভারে ২৭৯/৩ (অভিষেক ৪, মিজানুর ১৪৩, সাব্বির ১৮, জুনায়েদ ৮২*, ফরহাদ ১৮*; আবু জায়েদ ১/৪৫, ইমরান ২/৬৮, খালেদ ০/৪১, আবুল হাসান ০/৩১, শাহানুর ০/৪৫, সায়েম ০/১৮, অলক ০/২৬)।