জাভেদের সেঞ্চুরিতে রংপুরের লিড

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন জাহিদ জাভেদ। সাতে নেমে ওয়ানডের গতিতে দারুণ ইনিংস খেললেন ধীমান ঘোষ। খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৯৯ রানের লিড পেল রংপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 01:44 PM
Updated : 8 Oct 2017, 02:25 PM

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহীতে খুলনার ২১৮ রানের জবাবে ৯ উইকেটে ৩১৭ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। খুলনা তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২২ রানে।

জাভেদ ও সায়মন আহমেদ উদ্বোধনী জুটিতে রংপুরকে এনে দেন ৭৯ রান। এরপর মিডল অর্ডারে বলার মত রান পাননি কেউ। দলকে বলতে গেলে একাই টেনেছেন জাভেদ। ১৭৭ রানে ৫ উইকেট হারানোর পর সঙ্গী পান ধীমানকে। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৫৩ রানের জুটি।

১৮০ বলে জাভেদ স্পর্শ করেন সেঞ্চুরি। খুলনার লিড নিশ্চিত করার পর আউট হন ১৪ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে।

এরপর রংপুরের লিড বাড়ে ধীমানের ব্যাটে। ১২ চারে ৬৮ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান। নয়ে নেমে মাহমুদুল হাসানের ১৬ বলে ২৫ রানের ইনিংসে রান পেরিয়ে যায় তিনশ। ইনিংস ঘোষণার ফুরসত পায় রংপুর।

শেষ বিকেলে ১০ ওভার ব্যাট করে উইকেট হারায়নি বর্তমান চ্যাম্পিয়ন খুলনা।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ২১৮

রংপুর ১ম ইনিংস: ৮০.৪ ওভারে ৩১৭/৯ (ডি.) (সায়মন ৩২, জাভেদ ১১৫, মিম ৫, নাঈম ৫, শুভ ১৩, তানবীর ১৬, ধিমান ৬৯, আরিফুল ১৩, মাহমুদুল ২৫, সাজেদুল ৮*; আল আমিন ০/৪৭, আশিকুজ্জামান ০/২০, জিয়াউর ৩/২৯, রাজ্জাক ২/১৩৬, মেহেদি ২/৫২, নাহিদুল ১/২৪)।

খুলনা ২য় ইনিংস: ১০ ওভারে ২২/০