লড়লেন কেবল সাজ্জাদুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2017 07:35 PM BdST Updated: 08 Oct 2017 08:25 PM BdST
-
ফাইল ছবি
রান এল মন্থর গতিতে। উইকেট পড়ল নিয়মিত। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে দিনজুড়েই ধুঁকল চট্টগ্রামের ব্যাটিং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেট ২১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম। আগের দিন ৯ উইকেটে ৩৬৯ রানে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা মেট্রো।
বৃষ্টির কারণে সারাদিনে খেলা হয়েছে ৬৫ ওভার। ব্যাটিং ব্যর্থতার দিনে চট্টগ্রামের হয়ে লড়েছেন কেবল সাজ্জাদুল হক। সাত নম্বরে নেমে করেছেন ১১৩ বলে ৫৯।
১ উইকেটে ৪১ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম শুরু থেকেই হারিয়েছে উইকেট। গড়ে ওঠেনি তেমন কোনো জুটি।
চারে নেমে মাহবুবুল করিম আউট হয়েছেন ৪০ রানে। বড় ভরসা ইরফান শুক্কুর ফিরেছেন থিতু হয়ে। চট্টগ্রাম দুইশ ছাড়াতে পারে সাজ্জাদুলের ব্যাটে। দশে নেমে ১০ বলে ২১ করে দিন শেষ করেছেন ওয়াহিদুল আলম।
৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সফলতম বোলার আশরাফুল। কোনো উইকেট না পেলেও ১৭ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন আরাফাত সানি।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৬৯/৯ (ডি.)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৮৩ ওভারে ২১৬/৮ (আগের দিন ৪১/১) (সাদিকুর ২৮, ইফতেখার ৬, মাহবুবুল ৪০, তাসামুল ৬, শুক্কুর ২৮, সাজ্জাদুল ৫৯, কাজি কামরুল ৪, রানান ১০*, ওয়াহিদুল ২১*; শহিদ ২/৫৫, সানি ০/১২, শরিফ উল্লাহ ০/১৯, আশরাফুল ৩/৪৯, সৈকত ১/২৩, নিহাদ ২/৫৬)।
-
৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল