আরিফুল-শুভর ৪ উইকেট

বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছিল ২২.২ ওভার। দ্বিতীয় দিনে হলো ৩৬.২ ওভার। আরিফুল হক ও সোহরাওয়ার্দী শুভর বোলিংয়ে এর মধ্যেই অলআউট খুলনা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 02:08 PM
Updated : 7 Oct 2017, 03:34 PM

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহীতে রংপুরের বিপক্ষে ২১৮ রানে অলআউট হয়েছে খুলনা।

৩ উইকেটে ৭৭ রান নিয়ে দিন শুরু করেছিল খুলনা। ৪৭ রানে অপরাজিত থাকা এনামুল হক ছাড়িয়ে যান পঞ্চাশ। ড্রেসিং রুমেও যান আগে। ৬১ রান করে ফেরেন আরিফুলের বলে।

থিতু হ্ওয়ার পর ফিরে যান মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জিয়াউর রহমানকে ২০ রানে বোল্ড করে দেন শুভ। খুলনাকে টানেন নয়ে নামা অলরাউন্ডার নাহিদুল ইসলাম। তার ৬০ বলে ৫১ রানের সৌজন্যে দু্ইশ ছাড়াতে পারে খুলনা।

রংপুরের পেসার আরিফুল হক নেন চার উইকেট, চারটি নেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ। বাকি দুটি উইকেট লেগ স্পিনার তানবীর হায়দারের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৫৮.৪ ওভারে ২১৮ (রবি ১৮, এনামুল ৬১, মেহেদি ২, তুষার ২, মিঠুন ২৭, অমিত ১২, জিয়াউর ২০, নাহিদুল ৫১, রাজ্জাক ৫, আশিকু্জ্জামান ১০, আল আমিন ০*; সাজেদুল ০/৩৬, সাদ্দাম ০/৪২, আরিফুল ৪/৪৯, শুভ ৪/৫৭, তানবীর ২/২১, নাঈম ০/৫)।