সোহাগের ব্যাটে উদ্ধার বরিশাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2017 07:27 PM BdST Updated: 07 Oct 2017 09:34 PM BdST
-
ফাইল ছবি
বোলিংয়ের চেয়ে ইদানিং ব্যাটিংটাই বেশি ভালো করেন সোহাগ গাজী। বল হাতে আরেকবার উইকেটশূন্য বরিশালের হয়ে। তবে ঢাকা বিভাগের বিপক্ষে দলকে টানলেন ব্যাট হাতে।
Related Stories
জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনায় ২৫০ রানে শেষ হয়েছে ঢাকা বিভাগের প্রথম ইনিংস। বরিশাল দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২০১ রান তুলে।
ঢাকা দিন শুরু করেছিল ৭ উইকেটে ২৩১ রান নিয়ে। আর মাত্র ১৯ রান যোগ করেই শেষ হয় তাদের ইনিংস। শরিফ করেন ৫৮ রান।
শরিফ পরে বল হাতে উইকেট পাননি। সুবিধা করতে পারেননি তার সঙ্গী পেসার শাহাদাত হোসেনও। বরিশাল উদ্বোধনী জুটিতে তোলে ৫১ রান।
এরপরই বরিশালকে চেপে ধরে ঢাকার স্পিনাররা। ২৪ রানের মধ্যে তুলে নেয় তারা চার উইকেট।
সেখান থেকেই বরিশালের ঘুরে দাঁড়ানো। এক প্রান্ত আগলে রাখেন নুরুজ্জামান। আরেক পাশে প্রতি আক্রমণ চালান সোহাগ। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১১০ রানের জুটি।
৪৬ বলে সোহাগ স্পর্শ করেন অর্ধশতক। আউট হয়েছেন ৭৭ বলে ৭৩ রান করে। তবে ১৬০ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান নুরুজ্জামান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১০২.১ ওভারে ২৫০(আগের দিন ২৩১/৭) (শরিফ ৫৮, জাহিদুজ্জামান ১৮, নাজমুল ০, শাহাদাত ০; গোলাম কবির ০/৪৬, সালমান ৪/৩৮, নুরুজ্জামান ১/১৩, মনির ৩/৫৩, মঈন ০/৩, তানভির ২/২৬ সোহাগ ০/৬৫)।
বরিশাল: ৭৭ ওভারে ২০১/৬ (রাফসান ২৩, শাহিন ৩০, ফজলে রাব্বি ৬, সালমান ১১, নুরুজ্জামান ৫১*, সোহাগ ৭৩, মঈন ০, শামসুল ৬*; শাহাদাত ০/৩৮, শরিফ ০/১৮, মোশাররফ ২/৫৫, শুভাগত ৩/৫৩, নাজমুল ১/৩১, তাইবুর ০/৫)।
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন