সোহাগের ব্যাটে উদ্ধার বরিশাল

বোলিংয়ের চেয়ে ইদানিং ব্যাটিংটাই বেশি ভালো করেন সোহাগ গাজী। বল হাতে আরেকবার উইকেটশূন্য বরিশালের হয়ে। তবে ঢাকা বিভাগের বিপক্ষে দলকে টানলেন ব্যাট হাতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 01:27 PM
Updated : 7 Oct 2017, 03:34 PM

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনায় ২৫০ রানে শেষ হয়েছে ঢাকা বিভাগের প্রথম ইনিংস। বরিশাল দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২০১ রান তুলে।

ঢাকা দিন শুরু করেছিল ৭ উইকেটে ২৩১ রান নিয়ে। আর মাত্র ১৯ রান যোগ করেই শেষ হয় তাদের ইনিংস। শরিফ করেন ৫৮ রান।

শরিফ পরে বল হাতে উইকেট পাননি। সুবিধা করতে পারেননি তার সঙ্গী পেসার শাহাদাত হোসেনও। বরিশাল উদ্বোধনী জুটিতে তোলে ৫১ রান।

এরপরই বরিশালকে চেপে ধরে ঢাকার স্পিনাররা। ২৪ রানের মধ্যে তুলে নেয় তারা চার উইকেট।

সেখান থেকেই বরিশালের ঘুরে দাঁড়ানো। এক প্রান্ত আগলে রাখেন নুরুজ্জামান। আরেক পাশে প্রতি আক্রমণ চালান সোহাগ। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১১০ রানের জুটি।

৪৬ বলে সোহাগ স্পর্শ করেন অর্ধশতক। আউট হয়েছেন ৭৭ বলে ৭৩ রান করে। তবে ১৬০ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান নুরুজ্জামান।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১০২.১ ওভারে ২৫০(আগের দিন ২৩১/৭) (শরিফ ৫৮, জাহিদুজ্জামান ১৮, নাজমুল ০, শাহাদাত ০; গোলাম কবির ০/৪৬, সালমান ৪/৩৮, নুরুজ্জামান ১/১৩, মনির ৩/৫৩, মঈন ০/৩, তানভির ২/২৬ সোহাগ ০/৬৫)।

বরিশাল: ৭৭ ওভারে ২০১/৬ (রাফসান ২৩, শাহিন ৩০, ফজলে রাব্বি ৬, সালমান ১১, নুরুজ্জামান ৫১*, সোহাগ ৭৩, মঈন ০, শামসুল ৬*; শাহাদাত ০/৩৮, শরিফ ০/১৮, মোশাররফ ২/৫৫, শুভাগত ৩/৫৩, নাজমুল ১/৩১, তাইবুর ০/৫)।