এবারও হলো না মেহরাবের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2017 06:36 PM BdST Updated: 07 Oct 2017 09:33 PM BdST
আগের ম্যাচে আউট হয়েছিলেন ৮৯ রানে। এবার আরেকটু এগোলেন মেহরাব হোসেন জুনিয়র। তবু থাকল আরেকটুর আক্ষেপ। আউট হয়েছেন ৯৪ রানে।
Related Stories
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে শনিবার চট্টগ্রামে ৯ উইকেটে ৩৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন। চট্টগ্রাম দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৪১ রান নিয়ে।
৭৫ রান নিয়ে দিন শুরু করেছিলেন মেহরাব, ৫৪ রান নিয়ে মোহাম্মদ আশরাফুল। আগে বিদায় নেন আশরাফুল। ৬৬ রান করেছেন ১৬৬ বলে।
একটু পর তার পথ ধরে মেহরাবও। বোল্ড হয়ে যান ইফতেখার সাজ্জাদের অফ স্পিনে। ২৭১ বলে ৯৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।
ঢাকা মেট্রোকে এদিন টানেন আসিফ আহমেদ। সপ্তম উইকেটে জাবিদ হোসেনের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি।
বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট হওয়ায় ৯ উইকেটে ৩৬৯ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। আসিফ সে সময় অপরাজিত ৯১ বলে ৬৪ রানে।
৪২ ওভার বোলিং করে ৯১ রানে ৫ উইকেট নেন ইফতেখার সাজ্জাদ।
ইফতেখারকে পরে ব্যাটিংয়েও নামতে হয় দ্রুত। চট্টগ্রামের ওপেনার জসিম ফিরে যান ১০ রান করে। তিনে নেমে প্রথম বলে চার মারেন ইফতেখার। আরেক প্রান্তে টিকে ছিলেন ওপেনার সাদিকুর। আলোকস্বল্পতায় আগেই শেষ হয় দিনের খেলা।
দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে অবশেষে কিছুটা খেলা হয়েছে বগুড়ায়। ৪০ ওভার খেলে রাজশাহীর বিপক্ষে বিপর্যয়ে সিলেট। ৬ উইকেটে তুলেছে ৯৫ রান। তার মধ্যে একাই ৪৭ করেছেন ওপেনার সায়েম আলম।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৩১.১ ওভারে ৩৬৯/৯ (ডি.) (আগের দিন ২৩৬/৩) (মেহরাব জুনিয়র ৯৪, আশরাফুল ৬৬, আসিফ ৬৪*, শরিফউল্লাহ ০, জাবিদ ২৯, শহিদ ০, নিহাদ ৩, সানি ২* ; রানা ১/৬৮, বেলাল ১/৫০, ওয়াহিদুল ১/৬৫, কাজি কামরুল ১/৬৮, রনি ৫/৯১, তাসামুল ০/৯, সাজ্জাদুল ০/৮)
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৮ ওভারে ৪১/১ (সাদিকুর ২৬*, জসিম ১০, ইফতেখার ৪*; শহিদ ০/২০, সানি ০/৩, শরিফ উল্লাহ ০/৮, আশরাফুল ১/১০)।
-
জুটি গড়ার চেষ্টায় মুশফিক-লিটন
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ