টস নিয়ে মুশফিককে দু প্লেসির খোঁচা

প্রথম টেস্টের টসের পর থেকে সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা সয়েছেন মুশফিকুর রহিম। এবার হজম করতে হল প্রতিপক্ষ অধিনায়কের খোঁচা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 03:44 PM
Updated : 5 Oct 2017, 04:42 PM

ব্লুমফন্টেইনে টস জিতলে ফাফ দু প্লেসি নাকি সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেবেন বাংলাদেশের অধিনায়কের ওপর!

পচেফস্ট্রুম থেকে আলাদা হবে ব্লুমফন্টেইনের উইকেট। ম্যানগাউং ওভালের উইকেটে শুরুর দুই ঘণ্টায় থাকতে পারে মুভমেন্ট। টস জিতলে কি নিবেন দু প্লেসি। ব্যাটিং নাকি ফিল্ডিং?

“সিদ্ধান্তটা আমরা বাংলাদেশের অধিনায়কের ওপর ছেড়ে দেব।”

চোটের জন্য দ্বিতীয় টেস্টে ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার, মর্নে মর্কেল ও ক্রিস মরিসকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাই কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, ডায়ানে অলিভিয়েরদের বাড়তি দায়িত্ব নিতে বললেন দু প্লেসি।

“আমাদের একটি শক্তিশালী পেস আক্রমণ দরকার হবে। কারণ আপনি বাংলাদেশকে পেস দিয়ে চাপে ফেলতে চাইবেন।”

প্রথম টেস্টে অর্ধেকটা সেশনও জিততে না পারা বাংলাদেশের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই দু প্লেসির। শুরু থেকে চাপটা প্রতিপক্ষের ওপর রাখতে সতীর্থদের তাগিদ দিয়েছেন তিনি।

“নিজেদের দিনে ওরা বিপজ্জনক হতে পারে। যদি আমরা ওদের ওপর চাপটা ধরে রাখতে পারি, আমাদের ওপরে যাওয়ার সুযোগ না দিই তাহলে সব ঠিক থাকবে। এই ম্যাচ আমাদের ধারাবাহিকতা দেখানোর সুযোগ।”