এত কম সময়ে জয় ভাবেননি দু প্লেসিও
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2017 09:45 PM BdST Updated: 03 Oct 2017 12:12 AM BdST
প্রথম সেশনেই জিতে যাবেন এতটা আশা করেননি ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভেবেছিলেন ম্যাচ আরেকটু লম্বা করতে পারবে বাংলাদেশ।
সেনওয়েস পার্কে সোমবার জয়ের জন্য ৮৩ মিনিট অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। এদিন ১৭.১ ওভারের মধ্যে বাংলাদেশের শেষ ৭ উইকেট তুলে নেয় তারা।
ম্যাচ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে দু প্লেসি জানান, চোটের জন্য শেষ দিন মর্নে মর্কেল না থাকলেও জয় নিয়ে নিশ্চিত ছিলেন তারা।
“গত চার দিন ধরে বাংলাদেশ খুব চাপে ছিল। আমরা জানতাম, সকালে একটা বা দুইটা উইকেট নিতে পারলে ওদের ওপর চাপ আরও অনেক বাড়বে। আর সেই চাপেই ওরা ভেঙে যাবে। তবে এত তাড়াতাড়ি জিতে যাব সেটা ভাবতে পারিনি।”
অতিথিদের ৯০ রানে অলআউট করে ৩৩৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে সহায়তা না থাকার পরও এমন জয়ে দু প্লেসির সন্তুষ্টি অনেক বেশি।
“উইকেটে দুই দলের কারোর জন্যই খুব একটা সহায়তা ছিল না। গ্রাউন্ডসম্যান বলেছিল, তৃতীয় দিনের শেষ বেলা থেকে স্পিন করতে পারে। সেটাই হয়েছে। আমরা যে পেস আর বাউন্স চেয়েছিলাম, সেটা এখানে খুব মন্থর ছিল। এমনকি টেলএন্ডারদের কেউ কেউ খুব সহজে খেলেছে।”
এই উইকেটেও দারুণ বোলিং করেছেন মর্নে মর্কেল, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ। যার জবাব জানা ছিল না অতিথি ব্যাটসম্যানের।
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি