ড্রয়ের আগে মার্শালের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2017 06:00 PM BdST Updated: 02 Oct 2017 06:00 PM BdST
-
ফাইল ছবি
ম্যাচের ভাগ্যে ড্র লেখা হয়ে গিয়েছিল আগেই। শেষ দিনে ব্যক্তি অর্জনের খাতায় সমৃদ্ধ হলো কজনের। মার্শাল আইয়ুব করলেন সেঞ্চুরি, সানজামুল ইসলাম নিলেন ৫ উইকেট। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো মেহরাব হোসেন জুনিয়রের।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনায় ড্র হয়েছে রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচ।
প্রথম ইনিংসে রাজশাহীর ২২০ রানের জবাবে ঢাকা মেট্রো প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩২৯ রানে। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৩ ওভার খেলার পর আলোক স্বল্পতায় বন্ধ হয় খেলা। ম্যাচ হয় ড্র।
৫৪ রান নিয়ে শেষ দিন শুরু করেছিলেন মার্শাল, ১৭ রান নিয়ে মেহরাব। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি ঢাকা মেট্রো। দুজনের জুটি দলকে অনেকটা এগিয়ে নেয় লাঞ্চের পরও।
২৩৩ বলে মার্শাল স্পর্শ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি। আউট হন ১৩ চার ও ২ ছক্কায় ২৯২ বলে ১৩১ রান করে। ১৭তম সেঞ্চুরি থেকে ১১ রান দূরে আউট হন মেহরাব।
এই দুজনের পর নয় নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৪৪ রান করেন ডার মাহমুদ। খুলনা ছাড়ায় তিনশ। ডলারকে ফিরিয়েই সানজামুল পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বাদশ ৫ উইকেট।
রাজশাহী শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে হারায় নাজমুল হোসেন শান্তর উইকেট। এর পরপরই ম্যাচ ড্র।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ২২০
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১২০ ওভারে ৩২৯/৯ (ডি.) (আগেরদিন ১০৬/৩) (মার্শাল ১৩১, মেহরাব জুনিয়র ৮৯, আসিফ ৪, শরিফ উল্লাহ ০, নিহাদ ৬, ডলার ৪৪, আবু হায়দার ১৬*, সানি ১*; শরিফুল ১/৫২, ফরহাদ রেজা ১/৫, মুক্তার ০/২৩, সাকলাইন ২/১০৭, সানজামুল ৫/১২৪, শান্ত ০/১৪)।
রাজশাহী ২য় ইনিংস: ৩ ওভারে ১১/১ (শান্ত ৬, মিজানুর ৫*, সাকলাইন ০*; আবু হায়দার ০/১, ডলার ১/১০)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: মার্শাল আইয়ুব
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
-
উইমেন’স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ঘরে খেলবে বাংলাদেশ
-
জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ