রাজশাহীকে টানলেন জুনায়েদ

বিপর্যয় আলিঙ্গন করেছিল আগের দিনই। দ্বিতীয় দিনেও গড়ে উঠল না তেমন কোনো জুটি। রাজশাহীকে একা টানলেন জুনায়েদ সিদ্দিক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 01:07 PM
Updated : 30 Sept 2017, 01:07 PM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনায় প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়েছে রাজশাহী। বৃষ্টিতে আগেই দিনের খেলা শেষ হওয়ার আগে স্বস্তিতে ছিল না ঢাকা মেট্রোপলিটনও। ১০ রান তুলতেই নেই তাদের ২ উইকেট।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে রাজশাহীর রান ছিল ৪ উইকেটে ১১৪। দ্বিতীয় দিনেও খুব ভালো ব্যাট করতে পারেনি তারা। একপ্রান্তে লড়াই করেছেন জুনায়েদ। তাকে সঙ্গ দেওয়ার মত ছিলেন না কেউ।

সতীর্থদের আশা যাওয়ার মাঝেই দলের রানকে দুইশর ওপারে নিয়ে যান জুনায়েদ। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৮৫ রানে। দ্বিতীয় দিনে ১৫ রানও করতে পারেননি রাজশাহীর আর কেউ।

আগের দিন ৩ উইকেট নিয়েছিলেন পেসার ডলার মাহমুদ। এদিন তিনটি নিয়েছেন অফ স্পিনার শরিফ উল্লাহ।

ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো হারিয়েছে ওপেনার মেহেদী মারুফ ও তিনে নামা জাবিদ হোসেনকে।

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে বগুড়ায় চট্টগ্রাম ও সিলেটের খেলা বৃষ্টিতে শুরু হতে পারেনি দ্বিতীয় দিনেও। 

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংন: ৭৭.১ ওভারে ২২০ (আগের দিন ১১৪/৪) (জুনায়েদ ৮৫, ফরহাদ রেজা ১৩, শুভ্র ০, সানজামুল ১৩, মুক্তার ১০, সাকলাইন ১৩, শরিফুল ৬; আবু হায়দার ২/৭২, ডলার ৩/৩৫, নিহাদ ০/১৩, শরিফউল্লাহ ৩/৫৭, সানি ১/৩৯)।

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪.২ ওভারে ১০/২ (সাদমান ৮*, মারুফ ১, জাবিদ ০, মার্শাল ০*; শরিফুল ১/৪, ফরহাদ রেজা ১/৫)।