লিডের স্বপ্ন তাসকিনের

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ৩৬৯ রানে। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ১৭০ রান। ম্যাচের পরিস্থিতি বলছে, চাপে বাংলাদেশ। তবে তাসকিন আহমেদ মনে করছেন, দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা খুব একটা পিছিয়ে নেই। এই অবস্থা থেকে জেতা সম্ভব।

ক্রীড়া প্রতিবেদক পচেফস্ট্রুম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2017, 06:09 PM
Updated : 29 Sept 2017, 06:40 PM

দক্ষিণ আফ্রিকায় আগের চার টেস্টেই ইনিংস ব্যবধানে পরাজয়ের বিব্রতকর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাসকিনের বিশ্বাস, সেই চক্র এবার ভাঙা সম্ভব।

“হার এড়ানো সম্ভব কী না? অবশ্যই। হারার চিন্তা তো একদমই করছি না। যদি জেতা সম্ভব না হয় তাহলে ড্র করবো ইনশাল্লাহ।”

পচেফস্ট্রুম টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় সেশনে ব্যাট করে ৩ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ। তাসকিন জানান, তারা ফলোঅন নিয়ে মোটেও ভাবছেন না।

“ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় যতক্ষণ আমি ড্রেসিংরুমে ছিলাম, একবারের জন্যও শুনিনি বা আমরা ভাবিনি ফলোঅনের কথা। আমরা চিন্তা করছি, যত লম্বা খেলা যায়। যত বেশি রান করা যায়। লক্ষ্য থাকবে, লিড নেওয়ার। লিড নিতে না পারলেও কাছাকাছি যাওয়ার, যেন দ্বিতীয় ইনিংসে বোলারদের বোলিং করতে সুবিধা হয়।”