বৃষ্টির কবলে জাতীয় লিগ

দেশজুড়ে চলা বৃষ্টিতে বিঘ্ন হয়েছে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা। দুটি ভেন্যুতে খেলা শুরুই হতে পারেনি। বাকি দুই ম্যাচে ভেস্তে গেছে দিনের অর্ধেকের বেশি ওভার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2017, 11:53 AM
Updated : 29 Sept 2017, 11:53 AM

রাজশাহীতে রংপুর ও বরিশালের ম্যাচ ও বগুড়ায় সিলেট ও চট্টগ্রামের ম্যাচে প্রথম দিনে হয়নি একটি বলও।

চট্টগ্রামে খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচে খেলা হয়েছে ৩৯ ওভার। টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। আল আমিনের পেস ও মেহেদি হাসানের অফ স্পিনে ৭১ রানে হারায় তারা ৪ উইকেট।

সেখান থেকে শুভাগত হোম ও তাইবুর পারভেজের জুটিতে দিন শেষ করেছে তারা ৪ উইকেটে ১৩২ রানে। ৪১ রানে উইকেটে শুভাগত, ২৫ রানে তাইবুর। জাহিদুজ্জামান আউট হয়েছেন ৩০ রানে। খুলনার আল আমিন ও মেহেদি নিয়েছেন দুটি করে উইকেট।

খুলনায় ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর ব্যাটিংয়ের অবস্থাও প্রায় একইরকম। খেলা হয়েছে ৪১.১ ওভার। রাজশাহীর রান ৪ উইকেটে ১১৪।

৫৬ রানে আউট হয়েছে ওপেনার মিজানুর রহমান। ২৯ রানে ব্যাট করছেন জুনায়েদ সিদ্দিক।

মৌসুমে প্রথম খেলতে নেমে পেসার ডলার মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। বাকি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।