বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন রূপালী ব্যাংকের ভারতীয় স্পিনার মুক্তা রবীন্দ্র মাগ্রে।
বাংলাদেশের কেউ নন, এই কথা বলছেন দক্ষিণ আফ্রিকার একজন। অভিষেক ইনিংসেই বাংলাদেশের বোলিংকে আরামে খেলেছেন যিনি। দিনের একমাত্র আউট হওয়া ব্যাটসম্যান এইডেন মারক্রাম, যিনি ৯৭ করে হয়েছেন রান আউট।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনারের কণ্ঠে বাংলাদেশের বোলারদের জন্য ঝরল সহানুভূতি।
“আমার মনে হয় না, তারা মোটেও খারাপ বল করেছে। উইকেটে কিছু ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে একদমই নবীন কারও জন্য বলা কঠিন। তবে ওরা নতুন বলে বেশ জোরে বল করেছে, কখনও কখনও রান করা কঠিন করে তুলেছে।”
হতাশার দিন শেষে প্রতিপক্ষের কাছ থেকে এতটুকু প্রশংসাও বাংলাদেশের ক্রিকেটারদের কানে লাগতে পারে সুধার মত!