ভিডিও প্রমাণের পর বহিষ্কার স্টোকস ও হেলস

মনে হচ্ছিল, আপাতত বিপদ কেটে গেছে বেন স্টোকসের। জায়গা পেয়েছিলেন অ্যাশেজ দলে। টিকে গিয়েছিল সহ-অধিনায়কত্ব। কিন্তু ধরা পড়ে গেলেন একটি ভিডিও ফুটেজে। যেটি দেখার পর স্টোকস ও অ্যালেক্স হেলসকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে ইসিবি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 03:59 PM
Updated : 28 Sept 2017, 03:59 PM

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইংল্যান্ড দলে বিবেচনা করা হবে না এই দুজনকে।

গত রোববার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর সোমবার ভোর রাত আড়াইটায় পুলিশের হাতে গ্রেপ্তার হন স্টোকস। পরে অভিযোগ গঠন ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়। হেলস প্রেপ্তার হননি, তবে ঘটনার সময় উপস্থিত ছিলেন। পরদিন ইংল্যান্ডের অনুশীলনে যোগ না দিয়ে পুলিশকে তদন্তে সহায়তা করতে লন্ডন থেকে ব্রিস্টলে ফেরেন তিনি।

পুলিশের পাশাপাশি ইসিবিও এই ঘটনায় তদন্তের ঘোষণা দেয়। তবে অ্যাশেজ দলে রাখা হয় স্টোকসকে। বৃহস্পতিবার ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি সান-এর ওয়েবসাইটে একটি ভিডিও দেওয়া হয়। যেখানে দেখা যায়, প্রায় স্টোকসের মতোই একজন ঘুষি মারছেন দুজন ব্যক্তিকে। ভিডিওতে শোনা যায় একজন বলে উঠছেন, “যথেষ্ট হয়েছে, স্টোকস।”

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, ওই ভিডিও দেখার পরই তাদের এই সিদ্ধান্ত।