অনিকের অলরাউন্ড নৈপুণ্যে যুবাদের বড় জয়

ব্যাট হাতে লোয়ার-অর্ডারে কার্যকর ইনিংস। বল হাতে নতুন ও পুরোনো বলে দারুণ বোলিং। অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন কাজী অনিক ইসলাম। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 11:07 AM
Updated : 28 Sept 2017, 01:10 PM

৫ ম্যাচের সিরিজের প্রথম যুব ওয়ানডেতে আফগানিস্তানকে ১৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২২২ রান তাড়ায় আফগানরা গুটিয়ে যায় ৭৭ রানেই।

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা টপ অর্ডার এদিন খুব বেশি ভালো করতে পারেনি। ১৬ বলে ২০ রান করে আউট হন অধিনায়ক ও ওপেনার সাইফ হাসান।

পিনাক ঘোষ ও আফিফ হোসেনও আউট হন থিতু হয়ে। চারে নেমে ৫২ রানের ইনিংসে বাংলাদেশকে টানেন তৌহিদ হৃদয়। ৩৫ রানের ইনিংসে তাকে সঙ্গ দেন উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন।

এই দুজনের ৭৫ রানের জুটির পরও ১৬৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। আটে নেমে অনিকের ২৭ রানের ইনিংস দলকে নিয়ে যায় দুইশ ছাড়িয়। ২৪ বলের ইনিংসে অনিক মারেন দুটি ছক্কা।

বল হাতেও আফগানদের ভোগান অনিক। নিজের প্রথম ৫ ওভারেই নেন ৩ উইকেট। আফগানরা পথ হারায় শুরু থেকেই। দলের হয়ে দু অঙ্ক স্পর্শ করতে পারেন মাত্র দুজন।

অনিক পরে ফিরে উইকেট নেন আরও একটি। ৮ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট।

অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করা অফ স্পিনার নাঈম হাসানের বোলিং ফিগারও ছিল দুর্দান্ত ৯-৪-১১-৩!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২২/৯ (সাইফ ২০, পিনাক ২৩, আফিফ ১৯, হৃদয় ৫২, রাকিব ৫, মাহিদুল ৩৫, নাঈম ১, অনিক ২৭, রবিউল ১৮, মনিরুল ৬*, হাসান ১*; মুজিব ৪/২২, তারিক ২/১৭)।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪.২ ওভারে ৭৭/১০ (তারিক ১৬, নিশার ১০; হাসান ০/১৬, অনিক ৪/২৭, নাঈম ৩/১১, রবিউল ১/৭, মনিরুল ১/১১)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কাজী অনিক ইসলাম