সাকিব না থাকায় খুশি দু প্লেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2017 06:52 PM BdST Updated: 27 Sep 2017 10:15 PM BdST
তার দলেই নেই অনেক তারকা। খেলছেন না এবি ডি ভিলিয়ার্স। চোটের কারণে নেই ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার, ক্রিস মরিস। এত অপ্রাপ্তির ভিড়েও ফাফ দু প্লেসির একটি স্বস্তি, প্রতিপক্ষেও তো নেই সাকিব আল হাসান!
বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই সাকিব। ক্লান্তি ও অবসাদ কাটিয়ে চনমনে হয়ে উঠতে বিসিবির কাছে ৬ মাসের টেস্ট বিরতি চেয়েছিলেন সাকিব। বোর্ড আপাতত ছুটি দিয়েছে শুধু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে।
সাকিব থাকা মানেই প্রতিপক্ষের বাড়তি দুর্ভাবনা। ব্যাটিং ও বোলিংয়ে আলাদা করে তাকে নিয়ে পরিকল্পনা করা। সাকিব না থাকা মানে সেই ঝামেলা নেই।
পচেফস্ট্রুম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কণ্ঠে ফুটে উঠল সেই স্বস্তি।
“ওদের জন্য এটা (সাকিবের না থাকা) বড় ক্ষতি। সাকিব দুর্দান্ত ক্রিকেটার। বেশ কিছু দিন ধরেই সে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার। ও এমন একজন, যে কিনা বিভিন্ন কন্ডিশনে পারফর্ম করে। ওকে না পাওয়া অবশ্যই ওদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না।”
বিশ্রামে যাওয়ার আগে এবছর ব্যাটে-বলে দারুণ ফর্মে ছিলেন সাকিব। ৭ টেস্টে রান করেছেন ৬৬৭, উইকেট নিয়েছেন ২৭টি।
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি