ড্রয়ের আগে হাসল জুনায়েদ-ফরহাদের ব্যাট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2017 05:51 PM BdST Updated: 25 Sep 2017 05:51 PM BdST
ম্যাচের ফল ছিল একরকম অবধারিতই। ছিল কেবল ব্যক্তিগত চাওয়া-পাওয়া মেলানোর পালা। সেই হিসাব কিছুটা মেলাতে পারলেন জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ হোসেন। যদিও হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার আক্ষেপ থাকতে পারে দুজনেরই।
৭৭ রান করে ফিরেছেন জুনায়েদ। ফরহাদ হোসেন করেছেন ৬০। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচে সোমবার প্রথম ইনিংসে রাজশাহী অলআউট ৪১৫ রানে। চট্টগ্রাম তুলেছিল ৪৩২। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ১ ওভার ব্যাট করার পরই ম্যাচ ড্র।
জুনায়েদের আগে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন জহুরুল ইসলাম। ৭৫ রান নিয়ে দিন শুরু করা অধিনায়ক আউট হয়েছেন আর ৪ রান যোগ করেই। ২৫ রানে দিন শুরু করা নাজমুল হোসেন শান্ত ফেরেন ৩৮ রানে।
চতুর্থ উইকেটে ১১৮ রানের জুটি গড়েন জুনায়েদ ও ফরহাদ। ১০ চার ও ২ ছক্কায় ৯৮ বলে ৭৭ করে আউট হন জুনায়েদ।
১১৩ বলে ৬০ রান করেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ফরহাদ। নিচের দিকে ফরহাদ রেজা ও মুক্তার আলির ছোট দুটি ইনিংসে রাজশাহী পার হয় চারশ। ম্যাচ নিরুত্তাপ ড্র।
ড্র হয়েছে দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রো ও সিলেটের ম্যাচও। বৃষ্টি আর ভেজা আউটফিল্ড মিলিয়ে কক্সবাজারের ম্যাচটিতে চারদিনে খেলা হয়নি একটি বলও।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৩২
রাজশাহী ১ম ইনিংস: ১১৮.৩ ওভারে ৪১৫ (আগের দিন ১৪৭/১) (মাইশুকুর ৩৬, জহুরুল ৭৯, শান্ত ৩৮, জুনায়েদ ৭৭, ফরহাদ ৬০, হামিদুল ১, ফরহাদ রেজা ২৯, সানজামুল ১১, মুক্তার ৩১, সাকলাইন ১১*, শরিফুল ৭ ; সাইফুদ্দিন ৩/৯১, রানা ২/৭০, বেলাল ১/৫৯, ইমরুল ১/৫৫, রনি ২/৮০, কাজি কামরুল ১/৩২, তাসামুল ০/৮)।
চট্টগ্রাম ২য় ইনিংস: ১ ওভারে ১/০
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: ইয়াসির আলি
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’