সাব্বির, ইমরুলের ফিফটি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2017 08:02 PM BdST Updated: 23 Sep 2017 08:02 PM BdST
চোটের জন্য দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের অনুপস্থিতিতে ওপেনিংয়ে ফিরে ফিফটি করেছেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসের পর দ্বিতীয়তেও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান।
দ্বিতীয় ইনিংসে স্পিনে ভুগেছে বাংলাদেশ। লেগ স্পিনার শন ভন বার্গ নিয়েছেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছে বাঁহাতি স্পিনার লিয়াস দু প্লয়।
ইনিংস উদ্বোধন করার সুযোগ পেয়ে ব্যর্থ লিটন দাস। প্রথম ইনিংসে দুই বলে খেলে শূন্য রানে আউট হওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবার ২৪ বল খেলে ফিরেছেন ২ রান করে। তৃতীয় দিন কোনো রান যোগ করতে পারেননি তিনি।
প্রথম ইনিংসে ফিফটি পাওয়া মুমিনুল হক এবার ফিরেছেন ৩৮ বলে ৬টি চারে ৩৩ রান করে। ইমরুল ৫৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় করেছেন ৫১ রান।

দ্বিতীয় ইনিংসে দলের সেরা পারফরমার সাব্বির। আগেরবার ৫৮ রানে অপরাজিত থাকা ডানহাতি ব্যাটসম্যান এবার করেছেন ৬৭। ছোটো অবদান রেখেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম। তাতে ৯ উইকেটে ২৩৫ রান করে বাংলাদেশ।
দুই সেশনেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। প্রস্তুতি ম্যাচে ফল গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। দ্বিতীয় সেশন শেষ হতেই ড্র মেনে নেয় দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৬/৭ ইনিংস ঘোষণা
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস: ৩১৩/৮ ইনিংস ঘোষণা
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৩ ওভারে ২৩৫/৯ (লিটন ২, ইমরুল ৫১, মুমিনুল ৩৩, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ১৫, সাব্বির ৬৭, মিরাজ ১৪, তাইজুল ১৪, শফিউল ০, তাসকিন ১৫*, শুভাশিস ৩*; প্রিটোরিয়াস ১/৩৫, বোকাকো ১/১৯, কোহেন ১/৩৮, ভন বর্গ ৪/৭৭, দু প্লয় ২/৫১)
ফল: ড্র
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)