ঢাকা-সিলেট ম্যাচ দিয়ে শুরু বিপিএল

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন ফ্র্যাঞ্চাইজি দিয়ে ফেরা সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ ডিসেম্বর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 03:38 PM
Updated : 18 Sept 2017, 03:38 PM

আগে জানানো হয়েছিল, আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল। সোমবার প্রকাশিত চূড়ান্ত সূচিতে দেখা গেছে এক দিন পিছিয়েছে টুর্নামেন্ট। ৩ নভেম্বরের অন্য ম্যাচে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

বিপিএলে এবার অভিষেক হবে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। উদ্বোধনী ম্যাচসহ মোট ৮টি ম্যাচ হবে সিলেটে।

১০ নভেম্বর ঢাকায় যাবে বিপিএল। প্রথম দফায় সেখানে খেলা হবে ১৬টি। ২৪ নভেম্বর থেকে খেলা হবে তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। এখানে খেলা হবে ১০টি।

২ ডিসেম্বর ঢাকায় ফিরবে বিপিএল। ৮ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ১০ ডিসেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ ডিসেম্বর, পরদিন রিজার্ভ ডে।

ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে খেলা, চট্টগ্রামে হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উইকেটের বিশ্রাম ও পরিচর্যাকে মাথায় রেখে এবার বেড়েছে বিরতি। টানা তিন দিন খেলা আছে কেবল একবার। টানা দুই দিন খেলার পর অন্তত এক দিনের বিরতি রাখা হয়েছে।

শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়। অন্য দিনগুলোতে দুইটায়। শুক্রবারের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটা। অন্য দিনগুলোতে সাতটায়।