রনি-সাইফের সেঞ্চুরিতে ঢাকার দুর্দান্ত শুরু

বৃষ্টি ভেজা মাঠের কারণে খেলা হয়নি প্রথম দিনে। দ্বিতীয় দিনে মাঠ শুকিয়ে গেল বটে। তবে সেই মাঠকে রান বৃষ্টিতে সিক্ত করলেন রনি তালুকদার ও সাইফ হাসান। ঢাকা বিভাগের শুরুটা হলো দুর্দান্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 02:18 PM
Updated : 16 Sept 2017, 02:18 PM

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারে বরিশালের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩০৯ রান করেছে ঢাকা বিভাগ।

ম্যাচের প্রথম দিনে একটি বলও গড়ায়নি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সে। দ্বিতীয় দিনে ঢাকাকে দারুণ শুরু এনে দেন রনি ও আব্দুল মজিদ। উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ৮২ রান।

৩১ রান করে মজিদের বিদায়ের পর আরেকটি বড় জুটি। এবার রনির সঙ্গী সাইফ। দ্বিতীয় উইকেটে এই দুজনের জুটি ১৪১ রানের।

১৫১ বলে রনি স্পর্শ করেন প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি। আউট হয়েছেন ১৯১ বলে ১২১ রানে। ৮টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৬টি।

ছক্কার বাহার ছিল ছিল সাইফের ব্যাটেও। ৯টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক দিন শেষ করেছেন অপরাজিত ১০৬ রানে।

রকিবুল হাসানের সঙ্গে সাইফের জুটিও জমে গেছে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে উঠেছে ৮৬ রান। অপরাজিত ৪৫ রানে দিন শেষ করেছেন রকিবুল। তার ব্যাটেও এসেছে দুটি ছক্কা।

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৯/২ (মজিদ ৩১, রনি ১২১, সাইফ ১০৬*, রকিবুল ৪৫*; কামরুল রাব্বি ০/৪৪, তৌহিদুল ০/২২, মনির ১/৭৩, সোহাগ ০/৮০, তানভির ১/৭৫, সালমান ০/৫, ফজলে রাব্বি ০/৪, রাফসান ০/০)।