বোলিংয়ে সায়েমের চমক

মাত্র ১২৮ রানের পুঁজি নিয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে প্রায় পঞ্চাশ রানের লিড পেয়েছে সিলেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়ে তাতে সবচেয়ে বড় অবদান অনিয়মিত স্পিনার সায়েম আলমের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 12:38 PM
Updated : 16 Sept 2017, 01:23 PM

৪৯ রানের লিডের সঙ্গে দ্বিতীয় দিন ৫ উইকেটে আরও ৯০ রান যোগ করেছে সিলেট। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে শনিবারের খেলা শেষে তারা এগিয়ে ১৩৯ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের উইকেট যেন ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি হয়ে উঠেছে। দ্বিতীয় দিন সব মিলিয়ে পড়েছে ১৬ উইকেট। ৬ উইকেট নিয়ে সবার সেরা বাঁহাতি স্পিনার সায়েম, যিনি মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান।

আগের ৩৭ ম্যাচে সব মিলিয়ে ৩ উইকেট পেয়েছেন সায়েম। এবার মাত্র ৫৮ বলে মিলল তার দ্বিগুণ উইকেট।

সায়েমের স্পিনে মাত্র ২৭.৪ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায় রাজশাহী। জুনায়েদ সিদ্দিক ছাড়া বিশের ঘরে যেতে পারেননি কেউ। তিনি ছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল জহুরুল ইসলাম ও মাইশুকুর রহমান।

দ্বিতীয় উইকেটে মাইশুকুর-জুনায়েদের ৩৫ রানের জুটি রাজশাহীর সেরা। এর বাইরে দুই অঙ্কে গেছে মাত্র আর একটি জুটি।

৩২ রানে সায়েম নিয়েছেন ৬ উইকেট। ২৪ রানে ৩ উইকেট নেওয়া পেসার আবুল হাসানের কাছ থেকে পেয়েছেন দারুণ সহায়তা। 

এর আগে ৯ উইকেটে ১২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৫ রান যোগ করেই থেমে যায় সিলেটের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে অতিথিরা। সেখান থেকে তাদের টেনে তুলেন শাহানুর রহমান ও রাজিন সালেহ। ব্যাটিং দুরূহ উইকেটে দুই জনে গড়েন ৬৩ রানের জুটি। ম্যাচে এটাই প্রথম পঞ্চাশ রানের জুটি।

প্রথম ইনিংসে ‘ডায়মন্ড ডাক’ পাওয়া রাজিনের বিদায়ে ভাঙে সিলেটের প্রতিরোধ। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ফিরেন ৩৯ রান করে। আনোয়ার আকবরকে নিয়ে বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন শাহানুর।    

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৬৮.৩ ওভারে ১২৮ (ইমতিয়াজ ৩৮, শানাজ ১২, সায়েম ১৩, কাপালী ১৫, রাজিন ০, শাহানুর ১৭, হাসান ২, আকবর ১৪*, এনামুল জুনিয়র ১, নাবিল ৪, জায়েদ ৩; রেজা ৩/৩৩, শরিফুল ০/৩৪, সুজন ০/১৭, মুক্তার ২/১২, সাকলাইন ৩/২৬)

রাজশাহী ১ম ইনিংস: ২৭.৪ ওভারে ৭৯ (মাইশুকুর ১৫, মিজানুর ১, জুনায়েদ ২২, ফরহাদ ৪, জহুরুল ১৯, শাকির ০, রেজা ১, মুক্তার ২, সাকলাইন ২, সুজন ০, শরিফুল ২*; হাসান ৩/২৪, জায়েদ ১/১২, নাবিল ০/৮, সায়েম ৬/৩২)

সিলেট ২য় ইনিংস: ৫০ ওভারে ৯০/৫ (ইমতিয়াজ ১০, শানাজ ০, সায়েম ৪, কাপালী ৫, রাজিন ৩৯, শাহানুর ২৬*, আকবর ৩*; রেজা ২/১৮, মুক্তার ১/১০, সুজন ০/১৪, সাকলাইন ১/১৭, শরিফুল ০/১২, মাইশুকুর ০/১৬)