আশরাফুলের দারুণ সেঞ্চুরি

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথম মৌসুমে বিবর্ণ ছিলেন মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় মৌসুমের শুরুতে দেখা গেল পুরানো চেহারায়। জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন করেছেন সেঞ্চুরি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2017, 12:05 PM
Updated : 15 Sept 2017, 12:06 PM

প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের ১৯তম সেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় স্তরের ম্যাচে দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো। প্রথম দিনের খেলা শেষে সংগ্রহ ৫ উইকেটে ২৫৭ রান। 
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। ৭৪ রানের মধ্যে ফিরে যান প্রথম চার ব্যাটসম্যান। 
 
দুই অঙ্কে যেতে পারেননি শামসুর রহমান। থিতু হয়ে ফিরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলী। দ্রুত বিদায় নেন আসিফ আহমেদ ও মার্শাল আইয়ুব। এরপরই শুরু হয় অভিজ্ঞ দুই ব্যাটসম্যান আশরাফুল ও মেহরাব হোসেন জুনিয়রের লড়াই। ১৭৪ রানের জুটিতে তারা দলকে নিয়ে যান ভালো অবস্থানে।
 
বাঁহাতি মেহরাব নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন। জুটিতে অগ্রণী ছিলেন আশরাফুল। ১৯৪ বলে খেলা ১০৪ রানের ইনিংসে হাঁকিয়েছেন ১২টি চার ও দুটি ছক্কা। দিনের শেষ বেলায় তাকে থামিয়েছেন তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা।
 
মেহরাব অপরাজিত ৬৫ রানে। তার ২১০ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও একটি ছক্কায়। সঙ্গী শরীফউল্লাহ খেলছেন ৬ রানে। 
 
প্রথম সেশনে চার উইকেট হারানো ঢাকা পরের দুই সেশনে হারিয়েছে কেবল একটি উইকেট। চট্টগ্রামের বোলারদের অনভিজ্ঞতার সুবিধা নিয়েছেন আশরাফুল-মেহরাব জুনিয়র। তাদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের হাতছানি প্রথম স্তর থেকে নেমে আসা ঢাকার সামনে। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৭/৫ (শামসুর ৫, সৈকত ৩৮, আসিফ ১৮, মার্শাল ১১, আশরাফুল ১০৪, মেহরাব জুনিয়র ৬৫*, শরীফউল্লাহ ৬*, রানা ২/৪৭, বেলাল ১/৫৮, নাঈম ০/৫৯, শাখাওয়াত ২/৫৬, সাজ্জাদ ০/২৫, তাসামুল ০/১১)