অভিজ্ঞতার বিবেচনায় টিকে গেলেন ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2017 07:11 PM BdST Updated: 11 Sep 2017 08:47 PM BdST
ব্যাটে নেই রান, শরীরী ভাষায় নেই ইতিবাচকতার ছাপ। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে একদমই ম্রিয়মান ছিলেন ইমরুল কায়েস। রান ছিল না এই সিরিজের আগেও। তবু দক্ষিণ আফ্রিকা সফরের দলের টিকে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান। তার জায়গায় নতুন কাউকে নিয়ে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জে ঠেলে দিতে চাননি নির্বাচকরা।
অস্ট্রেলিয়া সিরিজের চার ইনিংসে ইমরুলের রান ০, ২, ৪ ও ১৫। সব মিলিয়ে গত ১৫ ইনিংসে অর্ধশতক মাত্র একটি। এমন পারফরম্যান্সের পরও দলে টিকে যাওয়া বিস্ময়কর। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর উপমহাদেশের দেশগুলোর জন্য সবসময়ই ভীষণ কঠিন। নতুন কারও জন্য হতে পারে আরও চ্যালেঞ্জিং।
পাশাপাশি নির্বাচকরা বিবেচনায় নিয়েছেন বাউন্সি উইকেটে ইমরুলের সামর্থ্য। সব মিলিয়েই ইমরুলকে আরও দেখতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
“কারণ দক্ষিণ আফ্রিকা সফর খুব চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের মাটির সিরিজের সঙ্গে ওখানে বিস্তর পার্থক্য আছে। আমরা এমন কোনো নতুন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় নিতে চাইনি যেটা তার ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে যায়। এজন্য অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি।
“এই সিরিজে আমরা ওকে (ইমরুল) দেখব। যেহেতু ও যথেষ্ট অভিজ্ঞ। বাউন্সি উইকেটে স্কয়ার অব দা উইকেটে যথেষ্ট ভালো ব্যাট করে। এজন্য আমরা আত্মবিশ্বাসী যে ও ফিরে আসবে।”
৩০ টেস্ট খেলেছেন ইমরুল, একজন ব্যাটসম্যানকে দেখার জন্য যথেষ্টই তা। আরও দেখানোর সুযোগ পেয়ে তাই নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান। তবে এবারও না পারলে হয়তো সুযোগ পাবেন না আর।
-
অপেক্ষার প্রহর পেরিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য প্রদেশ
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল