প্রধান নির্বাচকের ‘ব্যক্তিগত চাওয়ায়’ দলে মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2017 06:32 PM BdST Updated: 11 Sep 2017 08:45 PM BdST
থমকে যাওয়া টেস্ট ক্যারিয়ারকে আবার গতিময় করার সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ টেস্ট দলে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দলে ফেরায় বড় ভূমিকা ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের।
গত মার্চে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েন মাহমুদউল্লাহ। খেলতে পারেননি দেশের শততম টেস্টে। একদিক থেকে তিনি যথেষ্টই ভাগ্যবান, খুব বেশি দিন বাইরে থাকতে হলো না।
তবে তাকে দলে ফেরাল অতীত পারফরম্যান্সই। দল নির্বাচনে বিবেচনায় নেওয়া হয় বাউন্সি উইকেটে তার সামর্থ্য। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক জানালেন, তিনিই খুব করে চাইছিলেন মাহমুদউল্লাহকে।
“ব্যক্তিগতভাবে আমিই ওকে চেয়েছি দলে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। ইংল্যান্ডে ভালো করেছে। স্কয়ার অব দা উইকেটে যথেষ্ট ভালো খেলে। সে হিসেবে ওর ওপর আমার অনেক বিশ্বাস বলে ওকে চেয়েছি।”
“আমরা চিন্তা করেছি, বিদেশের বাউন্সি উইকেটে সে সবসময় ভালো করে। যেখানে বল দ্রুত ব্যাটে আসে, সেখানে সে ভালো ব্যাট করে। ওই বিবেচনা করে ওকে রাখা হয়েছে।”

তবে বিশ্রামের কারণে সাকিব আল হাসানের না থাকাও মাহমুদউল্লাহকে ফেরানোর একটি কারণ বলে জানালেন প্রধান নির্বাচক।
“যেহেতু সাকিব নেই, একজন সিনিয়র ব্যাটসম্যান, অভিজ্ঞ একজন দরকার। সেই চিন্তায়ও মাহমুদউল্লাহকে রাখা হয়েছে।”
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অপরিহার্য অংশ হলেও টেস্ট ক্যারিয়ারটাকে ঠিক একই সমান্তরালে এগিয়ে নিতে পারেননি মাহমুদউল্লাহ। গত বছর ইংল্যান্ড সিরিজ থেকে টানা ১৩ ইনিংসে একটি অর্ধশতক করার পর বাদ পড়েন দলে। এবার নতুন সুযোগ টেস্ট ক্যারিয়ার নতুনভাবে সাজানোর।
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ