টেস্ট দলে নেই নাসির, ফিরলেন মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2017 05:14 PM BdST Updated: 11 Sep 2017 08:48 PM BdST
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে নেই নাসির হোসেন। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও শুভাশিস রায় চৌধুরী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ১৫ সদস্যের দল ঘোষণার আগেই জানা হয়ে গেছে থাকছেন না সাকিব আল হাসান। ছয় মাসের বিশ্রাম চাওয়া অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে না খেলার অনুমতি পেয়েছেন। তবে মন পরিবর্তন করলে তাকে ফেরার সুযোগ দিয়ে রেখেছে বিসিবি।

এক সিরিজ পরে দলে ফিরেছেন দুই পেসার রুবেল ও শুভাশিস। তাদের নিয়ে দলে পেসার পাঁচ জন। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ শফিউল ইসলাম দলে জায়গা ধরে রেখেছেন।

সাকিব থাকলে হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকবেন না তাইজুল ইসলাম। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার বিশ্রাম পাওয়ায় টিকে গেছেন বাঁহাতি এই স্পিনার।
পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।

-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’